বিশ্ব

বেলজিয়ামে ২৪ ঘণ্টায় মৃত ৬৪, আক্রান্ত ১৮৫০

পৃথিবীতে এই মুহূর্তে আতঙ্কের নাম করোনা। এই মরন ভাইরাস সারা বিশ্বকে গ্রাস করেছে। ঘণ্টায় ঘণ্টায় এই মারণ ভাইরাসে আক্রান্ত হচ্ছেন বিশ্ববাসী। বাড়ছে মৃত্যু মিছিল। বর্তমানে সবচেয়ে বেশি করোনায় আক্রান্ত হয়েছে আমেরিকায়। সেদেশে আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ছাপিয়ে গেছে। এদিকে বেলজিয়ামে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৬৪ জনের। একই দিনে সেখানে ১৮৫০ জন মানুষ এই মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। বেলজিয়ামে মোট আক্রান্তের সংখ্যা বর্তমানে ৯১৩৪ জন।

এখনও পর্যন্ত এই রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩৫৩ জনের। এদিকে ভারত বর্ষ আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে৷ এদেশে আক্রান্তের সংখ্যা হাজার ছুঁইছুঁই। করোনা মোকাবিলায় তৎপর রয়েছে কেন্দ্র ও প্রত্যেকটি রাজ্য সরকার। পুলিশ ও প্রশাসন রাস্তায় নেমে সফল করার প্রচেষ্টা চালাচ্ছে। তবে কোনওভাবেই আক্রান্তের সংখ্যা না কমায় বাড়ছে উদ্বেগ।

Loading

Leave a Reply