এবার করোনার কোপ খোদ রাজ্য স্বাস্থ্য ভবনের কর্তাকে ! গত কয়েকদিন ধরেই তাঁর শরীরে জ্বর-সর্দি-কাশির মতো করোনার উপসর্গ ছিল বলে সূত্রের খবর।। তিনি বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি । অতিরিক্ত স্বাস্থ্য অধিকর্তার লালারসের নমুনা সংগ্রহ করে পাঠানো হয়েছিল পরীক্ষার জন্য। তাঁর শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব মিলেছে বলে খবর। যদিও স্বাস্থ্য ভবনের তরফে এ ব্যাপারে স্পষ্ট করে কিছু জানানো হয়নি। পাশাপাশি গার্ডেনরিচ থানার এক অফিসার করোনা সন্দেহে ভর্তি করা হয়েছিল এমআর বাঙ্গুর হাসপাতালে। তাঁর শরীরেও কোভিড-১৯ পজিটিভ ধরা পড়েছে বলে খবর। এক্ষেত্রেও সংশ্লিষ্ট দপ্তর নীরব।
অনেকে মনে করছেন, গার্ডেনরিচ থানার অফিসার যদি সত্যিই করোনা আক্রান্ত হয়ে থাকেন তাহলে অনেককেই কোয়ারেন্টাইনে পাঠাতে হবে অতিদ্রুত। নাহলে গোষ্ঠী সংক্রমণ বাড়বে।