রাজ্য

বেলেঘাটা আইডিতে বাড়ানো হল বেড, পাশাপাশি বেড বাড়ছে আর জি কর,বাঙুরে।

বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই বৈঠকে মূলত কোন বেসরকারি হাসপাতালে আইসোলেশন বিভাগের কেমন অবস্থা আছে তা জানার জন্য এই উদ্যোগ গ্রহণ করা হয়েছিল। রাজ্যের মুখ্যমন্ত্রী নার্সিংহোম কর্তৃপক্ষকে জানান এটা ব্যবসা করার সময় নয়। সকলকে জোটবদ্ধ লড়াই করতে হবে। তবেই রাজ্য জিতবে। বিভিন্ন হাসপাতালের বেড সংখ্যা কতটা করে বেড়েছে তার বিস্তারিত বিবরণ এই দিনের বৈঠকে দেওয়া হয়। মন্ত্রী জানিয়েছেন বেলেঘাটা আইডিতে চাপ বাড়ছে সেই কারণে এখানকার সিট সংখ্যা ১০০ করে দেওয়া হলো।

পাশাপাশি আরজিকরে অতিরিক্ত ৫০ টি ব্যবস্থা করা হয়েছে বাংলা ১৫০ বেড রাখা হচ্ছে। বিশেষজ্ঞ মহল বলছে যুদ্ধকালীন পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের সমস্ত সরকারি এবং বেসরকারি হাসপাতাল তৈরি রাখার প্রচেষ্টা চলছে। যদি করোনা আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়তে থাকে তাহলে কেবল সরকারি হাসপাতাল দিয়ে তা সামলানো যাবে না এ বৈঠক থেকে তা পরিষ্কার হয়ে গেল। সেই কারণে বেসরকারি নার্সিংহোমের ব্যবস্থা খতিয়ে দেখা হল। তার পাশাপাশি যে যে নার্সিংহোমে এখনো কোনো রকম ব্যবস্থা নেই সেগুলো কেউ সংযুক্তিকরণ চিন্তাভাবনা করা হচ্ছে বলে মনে করা হচ্ছে।

Loading

Leave a Reply