রাজ্য

বেসরকারি হাসপাতালে করোনা আক্রান্তদের চিকিৎসা খরচের দায়িত্ব নিল রাজ্য সরকার

বেসরকারি হাসপাতালে এবার বিনামূল্যে চিকিৎসা পাবেন করোনা আক্রান্তরা। চিকিৎসার জন্য যে খরচ পড়বে, তা সংশ্লিষ্ট হাসপাতালকে মিটিয়ে দেবে রাজ্য সরকার।



বৃহস্পতিবার স্বাস্থ্য দফতর থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়, রাজ্যের চিহ্নিত বেসরকারি হাসপাতালগুলিতে শুধুমাত্র করোনার চিকিৎসা হচ্ছে। অন্যরোগীদের চিকিৎসা করতে না পারায় তাদের আয়ের বাকি পথ রুদ্ধ হয়ে গিয়েছে। বিষয়টি নিয়ে জেলা প্রশাসনের দ্বারস্থ হয়েছিল বেসরকারি হাসপাতালগুলি। দৈনন্দিন খরচের জন্য অর্থের দাবি করেছিল তারা। তাতে সাড়া দিয়েছে রাজ্য।




স্বাস্থ্য সচিব বিনোদ কুমারের স্বাক্ষর করা সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘বর্তমান সময়ে রাজ্য বা জেলা প্রশাসনের তরফে যে রোগীদের পাঠানো হবে, তাঁদের থেকে চিকিৎসার জন্য কোনও টাকা নেবে না ওই অধিগৃহীত হাসপাতালগুলি। সেই খরচ বহন করবে রাজ্য সরকার।’ সেই বিষয়টি জানিয়ে সংশ্লিষ্ট হাসপাতালগুলিকে একটি নোটিশ দিতে হবে। তাতে লেখা থাকবে, ‘রোগীদের চিকিৎসা বিনামূল্যে হবে ও পুরো খরচ করবে বহন করবে রাজ্য সরকার।’



Loading

Leave a Reply