বেহাল রাস্তা। বহু আবেদনও রাস্তা সংস্কার হয়নি। আসন্ন সন্তান প্রসবা এক প্রসূতিকে হাসপাতালে পৌঁছাতে দীর্ঘ এক কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে এসে অ্যাম্বুল্যান্সে চাপতে হল । বর্তমান সময়ে দাঁড়িয়ে এই ঘটনার সাক্ষী থাকলেন বাঁকুড়ার সোনামুখীর রাধামোহনপুর গ্রাম পঞ্চায়েতের তিলডাঙ্গা গ্রামের মানুষ। আর প্রসূতির দীর্ঘ পথ পায়ে হেঁটে অ্যাম্বুলেন্সে চাপার ছবি সোশ্যাল মিডিয়ায় ‘ভাইরাল’ হতেই তীব্র চাঞ্চল্য ছড়ালো এলাকাজুড়ে।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘ দু’কিলোমিটার রাস্তা দীর্ঘদিন বেহাল। গ্রামে হঠাৎ কেউ অসুস্থ হয়ে গেলে অ্যাম্বুল্যান্স আসতে চায়না। আর তাছাড়া নিত্য দিনকার যাতায়াতের সমস্যা তো আছেই। গ্রামবাসী রঞ্জিত সাঁতরা, প্রলয় দেব শর্মা থেকে অলকা ভুঁইরা বলেন, প্রশাসনকে রাস্তা সংস্কারের ব্যাপারে বার বার বলা হয়েছে। কিন্তু কোনও কাজ হয়নি। অবিলম্বে রাস্তা সংস্কারের দাবি তারা জানিয়েছেন।
স্থানীয় বিজেপি নেতা সভ্যদেব শর্মা এই ঘটনার পিছনে স্থানীয় পঞ্চায়েতকে কাঠগড়ায় তুলে বলেন, লক্ষ লক্ষ টাকা আসছে। কিন্তু কোনও কাজ হচ্ছে না পঞ্চায়েতে।
এই বিষয়ে রাধামোহনপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান রিঙ্কু রুইদাস বলেন, টেন্ডার হয়ে গেছে। খুব দ্রুত রাস্তা সংস্কারের কাজ শুরু হবে ।