জেলা

ব্যান্ডেলে ৩২ কেজি গাঁজাসহ ৩ মহিলাকে গ্রেপ্তার করল পুলিশ।

ব্যান্ডেল স্টেশন থেকে ৩২কেজি গাজা সহ ৩ মহিলাকে গ্রেপ্তার করল ব্যান্ডেল জিআরপি। পুলিশ সূত্রে জানা গেছে ধৃতদের নাম আলো র‍ায়, শিখা সরকার, পুষ্প হালদার। প্রত্যেকেরই বাড়ি হুগলীর খামারগাছি এলাকায়। গোপন সূত্রে খবর পেয়ে, মঙ্গলবার সন্ধ্যায় ব্যান্ডেল স্টেশন থেকে তাদের গ্রেপ্তার করে ব্যান্ডেল জিআরপি ও এসআরপি হাওড়া কারনান সাহেবের স্পেশাল গ্রুপ।

ধৃতরা উড়িষ্যা থেকে দুটো চায়ের ব্যাগে মোট ৭টি প্যাকেটে মোট ৩২কেজি গাজা নিয়ে আসছিল বাসে করে। হাওড়ায় এসে তারা লোকাল ট্রেনে করে ব্যান্ডেল স্টেশনে নামে। ব্যান্ডেল থেকে কাটোয়া লোকালে খামারগাছি যাওয়ার কথাছিল। গোপন সূত্রে খবর পেয়ে ব্যান্ডেল স্টেশন থেকে তাঁদেরকে পাকড়াও করে জিআরপি। আজ তাঁদেরকে চুঁচুড়া আদালতে তোলা হয়।

Loading

Leave a Reply