আপনি কি পিম্পলস, র্যাশ, ব্রনর সমস্যায় ভুগছেন? তবে চটজলদি সমাধান করার জন্য আজ বাংলা নিয়ে এসেছে চটজলদি ঘরোয়া বিউটি টিপস। জেনে নিন কীভাবে আপনার মুখ সবার কাছে আকর্ষণীয় করে তুলবেন। কারণ মুখই মনের প্রতিচ্ছবি, তাই সুন্দর মুখের অধিকারী হওয়ার জন্য একটি চটজলদি ফেস প্যাক বানিয়ে ফেলুন। উপকরণঃ
১. ১ চামচ ব্যাসম
২. ১ চামচ নিম পাউডার
৩. অল্প হলুদ গুঁড়া
৪. অল্প অ্যালোভেরা জেল। (অ্যালোভেরা জেল অথবা আপনার কাছে অ্যালোভেরা পাতা থাকলে সেই পাতার থেকে অ্যালোভেরার জেল বের করে নিতে পারেন)।
৫.একটি মিশ্রণ তৈরি করার জন্য, দু’চামচ মতো কাঁচা দুধ নিন। এরপর তৈরি করুন চমকদার মিশ্রণ। ভালো ভাবে মিশ্রণ তৈরি করে পুরো মুখের মধ্যে এবং গলার মধ্যে সুন্দরভাবে লাগিয়ে নিন। এরপর মিশ্রণটি ১০ থেকে ১৫ মিনিট রেখে, ফ্রেশ জলে মুখ ধুয়ে নিন। সপ্তাহে তিনদিন এটি করলে অল্প দিনেই আপনি খুব সহজেই ফল পেতে পাবেন। কারন যে সমস্ত উপকরণগুলি ব্যবহার করা হচ্ছে, সেগুলি পিম্পলস দূর করতে অত্যন্ত কার্যকরী। এর উপাদান গুলি প্রতিটিই সহজ লভ্য এবং ভেষজ।
আপনার মুখের মধ্যে এই ফেস প্যাকটি লাগানোর আগেই যে সমস্ত মেচেদার ছোপ বা ট্যান পড়েছে সেগুলো দূর করার জন্য আরেকটি ফেসপ্যাক আপনাকে অবশ্যই ব্যবহার করতে হবে। তার জন্য যে উপকরণ লাগবে সেগুলো হল
১. ১ চামচ চালের গুঁড়ো
২. ১ চামচ লেমন পিল পাউডার।( এটিও আপনি বাড়িতে বানানোর জন্য লেবুর খোসা শুকনো করে গুঁরিয়ে নিতে পারেন)
৩. অল্প মধু
৪. আর নিন অল্প টমেটোর রস
এরপরে এটির মিশ্রন বানিয়ে মুখের মধ্যে অ্যাপ্লাই করুন। সপ্তাহে তিন দিন ব্যাবহার করলে, এর উপকার আপনি নিজেই বুঝতে পারবেন। তাই আর দেরি না করে মুখমণ্ডলকে আরও সুন্দর করে তুলুন।
- সন্ধ্যা নামলেই ভূতের আতঙ্কে ভীত সন্ত্রস্ত এলাকাবাসীসন্ধ্যা নামতেই বাড়ির ছাদে অজানা শব্দ শোনা যেত। সেই শব্দ… Read more: সন্ধ্যা নামলেই ভূতের আতঙ্কে ভীত সন্ত্রস্ত এলাকাবাসী
- গৃহবধূকে পিটিয়ে খুনের অভিযোগখানাকুল থানার অন্তর্গত খুনিয়াচক গ্রামের মল্লিকপাড়া এলাকায় গৃহবধূকে পিটিয়ে খুনের… Read more: গৃহবধূকে পিটিয়ে খুনের অভিযোগ
- ঝুলন্ত পচাগলা মৃতদেহ উদ্ধারগোঘাটের নগড়া কৃত্তিবাসপুর এলাকায় ঝুলন্ত পচাগলা মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে… Read more: ঝুলন্ত পচাগলা মৃতদেহ উদ্ধার
- সরকারি ভাবে ডেঙ্গু সচেতনতা করলেও প্রদীপের নিচেই অন্ধকারপুজোর আগে ডেঙ্গির আতঙ্ক গোঘাটে। সরকারিভাবে ডেঙ্গি প্রসঙ্গে সচেতনতা বাড়াতে… Read more: সরকারি ভাবে ডেঙ্গু সচেতনতা করলেও প্রদীপের নিচেই অন্ধকার
- খুন হতে হল; বিবাহিত মহিলারা সাথে ভালোবাসার সম্পর্কের কারণেযুবকের মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো এলাকায়। ঘটনাটি ঘটেছে… Read more: খুন হতে হল; বিবাহিত মহিলারা সাথে ভালোবাসার সম্পর্কের কারণে