রাজপরিবারের আভিজাত্য ছেড়ে সাধারণ মানুষ হয়ে উঠতে চান। বরাবরই ব্রিটিশ রাজপরিবারের বাকিদের থেকে একটু অন্যরকম হ্যারি-মেগান জুটি। তাই এবারও সবাইকে চমকে দিয়ে তারা ঘোষণা করেছেন যে, সিনিয়র রয়েল হিসেবে আর তারা গণ্য হতে চান না। যার অর্থ রাজপরিবারের সঙ্গে লন্ডনে থাকবেন না তাঁরা। রাজকোষের অর্থ ব্যবহার না করে অর্থনৈতিকভাবে স্বাধীন হওয়ার চেষ্টা চালাবেন। এই সিদ্ধান্ত ব্রিটিশ রাজপরিবারে রীতিমতো ঝড় তুলেছে। জানা গেছে পরিবারের বয়স্কদের সঙ্গে কোনওরকম আলোচনা না করেই সিদ্ধান্ত নিয়েছেন। আপাতত রাজপরিবারের অন্য কেউ বিষয়টি নিয়ে মুখ খুলতে চাইছেন না।
হ্যারি-মেগান বিবৃতি দিয়ে জানিয়েছেন, অনেক ভেবে-চিন্তে সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। রাজপরিবারের সিনিয়র হিসেবে গণ্য না হয়ে বরং অর্থনৈতিকভাবে স্বাধীন হওয়ার চেষ্টা চালাবেন তাঁরা। আর তার জন্য কিছু সময় ব্রিটেনে, বাকি সময় উত্তর আমেরিকায় কাটাবেন। তবে বৃটেনের রানি, কমনওয়েলথ এবং পৃষ্ঠপোষকদের প্রতি দায়িত্ব পালনে তাঁদের কোনও ত্রুটি থাকবে না। কেন আচমকাই সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা? এর ব্যাখ্যা, ভৌগলিক বৈচিত্র্য আমাদের ছেলেকে রাজকীয় ঐতিহ্যে বেড়ে উঠতে সাহায্য করবে।
সেই সঙ্গে আমাদের পরিবার পরবর্তী পর্যায়ের জন্য ভাবনা চিন্তার অবকাশ পাবে। অর্থনৈতিকভাবে স্বাধীন হওয়ার অর্থ রাজকোষ থেকে আর খরচ নেবেন না হ্যারি মেগান। কিন্তু নিয়ম অনুযায়ী তারা যদি মনে করেন তাদের বিদেশ সফরের খরচ রাজকোষ থেকেই যাবে। অথবা সংশ্লিষ্ট দেশ সেই খরচ বহন করবে। রাজপরিবারের সদস্য বলে মেট্রোপলিটন পুলিশের নিরাপত্তা নিতে বাধ্য তাঁরা।