দেশ রাজ্য

ব্রেকিং:-দু’বছর বন্ধ থাকবে এমপি ল্যাডের টাকা, সাংসদদের বেতন কমছে ৩০ শতাংশ

দেশের করোনা পরিস্থিতি মোকাবিলার জন্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করল মোদী সরকার। আজ ভিডিও কনফারেন্সে কেন্দ্রীয় মন্ত্রীদের নিয়ে এক জরুরি বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানেই সিদ্ধান্ত হয় আগামী এক বছর দেশের সমস্ত সংসদ এবং মন্ত্রীদের যে ভাতা দেওয়া হয় তার 30% কম দেওয়া হবে। এই টাকা দেশ গঠনের কাজে লাগানো হবে। শুধু তাই নয় দেশের সমস্ত সাংসদদের যে টাকা দেওয়া হয় প্রতিবছর আগামী দুবছর তাও বন্ধ থাকবে। এককথায় এম পি ল্যান্ডের টাকা আগামী দুবছরে দেওয়া হবে না।

এরপর সিদ্ধান্ত হয় নতুন করে অর্ডিন্যান্স এনে আইন কার্যকর করা হবে ১ এপ্রিল থেকে। এই আইন কার্যকর করতে রাষ্ট্রপতির সই চাই। কেন্দ্র সরকার রাষ্ট্রপতির সই এর পর অর্ডিন্যান্স জারি করে এটি আইনে পরিণত করতে চলেছে বলেই এএনআই সূত্রে জানা যাচ্ছে। করোনা পরিস্থিতিতে দেশের অর্থনৈতিক পরিস্থিতি যথেষ্ট কঠিন হচ্ছে।

এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী থেকে শুরু করে সাংসদদের বেতন 30% এবং এমপি ল্যান্ড স্থগিত করে সেই টাকা দেশ গঠনের কাজে লাগানো হবে বলেই জানা যাচ্ছে। অন্যদিকে এনআই সূত্রে আরও জানা যাচ্ছে বিভিন্ন রাজ্যের রাজ্যপাল এই আইনের আওতায় না পড়লেও অনেকেই তাদের বেতনের 30% দান করার ইচ্ছা প্রকাশ করেছেন। পাশাপাশি যে সাংসদ এবং মন্ত্রিরা প্রাক্তন হয়ে গেছেন তাদের ভাতা থেকে 30 শতাংশ কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে জানা যাচ্ছে।

Loading

Leave a Reply