জেলা

ভাঙ্গা ঘরেই চলছে আইসিডিএস এর সেন্টার। গরিব মানুষদের খেতে হচ্ছে পোকা ধরা চাল ডাল।

ভগ্ন ঘর। আর তাতেই চলছে আইসিডিএস সেন্টার। আর করোনা আবহে সেন্টার বন্ধ থাকার কারণে অবস্থা আরও বেহাল হয়ে পড়েছে। কিন্তু সরকারিভাবে ঘোষণা করা হয়েছে সমস্ত ছাত্র-ছাত্রীদেরই চালডাল সহ বিভিন্ন খাদ্য সামগ্রী স্কুল থেকে বিলি করতে হবে। কিন্তু আরামবাগের ১০ নম্বর ওয়ার্ডের শেখপাড়ায় একটি আইসিডিএস সেন্টার চাল সহ অন্যান্য খাদ্যসামগ্রী বিতর্কে পরল আইসিডিএস সেন্টার। চালডাল পোকা ধরা। বিষয়টি নজরে আসতেই ক্ষোভ প্রকাশ করেন অভিভাবকদের একাংশ। তাদের অভিযোগ, স্কুলে যে সমস্ত চাল-ডাল দেওয়া হচ্ছে তা পোকা ধরা। এই করোনাকালে এই খাবার দেওয়া হলে অসুস্থ হয়ে পড়বে ছাত্রছাত্রীরা।

যদিও বিদ্যালয়ে ভগ্ন অবস্থার দরুনই এই ধরনের ঘটনা ঘটছে বলে একপ্রকার স্বীকার করে নিয়েছেন অভিভাবকরাও। তবে বিদ্যালয়ের আইসিডিএস সেন্টারের দায়িত্বপ্রাপ্ত দিদিমনির আরও একটু বেশি করে সচেতন হওয়ার আর্জি জানিয়েছেন অভিভাবকরা। অন্যদিকে আইসিডিএস সেন্টারের দায়িত্বপ্রাপ্ত দিদিমণি বলেন, বেশ কয়েকবার আইসিডিএস সেন্টারটি নতুন করে নির্মাণ করার জন্য সংশ্লিষ্ট দপ্তরে জানানো হয়েছে। সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা তা পরিদর্শন করেছেন। তারপরেও এটি নতুন করে নির্মাণ হয়নি। ভাঙ্গা ঘরেই চলছে আইসিডিএস সেন্টার। আর এরজেরেই খাদ্যসামগ্রী উপযুক্ত জায়গায় রাখতে না পারার ফলেই পোকা ধরেছে। তিনি সমস্ত বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরে জানাবেন।

Loading

Leave a Reply