২৪শে মার্চ থেকে দেশে শুরু হয়েছে ২১ দিনের লকডাউন। লকডাউন চলবে ১৪ই এপ্রিল রাত্রি বারোটা পর্যন্ত। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে তাহলে কি১৪ ই এপ্রিল এরপর দেশে লকডাউন উঠে যাবে। কিন্তু যেভাবে প্রতিদিন লাফিয়ে লাফিয়ে শয়ে শয়ে আক্রান্তের সংখ্যা বাড়ছে তাতে করে ১৪এপ্রিলের পর লকডাউন উঠে যাওয়ার সম্ভাবনা কম।
বিশেষজ্ঞরা বলছেন কিছু কিছু ক্ষেত্রে লোকজনের ওপর ছাড় হতে পারে, বা হটস্পট নির্বাচিত করে সে সমস্ত জায়গা গুলিকে সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হতে পারে। বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে দেশের৪২ টি স্থানকে হটস্পট হিসাবে আপাতত নির্ধারণ করা হয়েছে।
তার মধ্যে এ রাজ্যের দুটি জেলাকে হটস্পট ধরা হয়েছে। জেলা দুটি হলো উত্তর ২৪পরগনা এবং হাওড়া। যদিও নির্দিষ্টভাবে বা সরকারিভাবে এখনো লকডাউন সম্বন্ধে নির্ভরযোগ্য কোনো তথ্য মেলেনি। লকডাউন চলাকালীন সরকার সব ধরনের বিকল্প ব্যবস্থার কথা ভাবছে। আগামী এক সপ্তাহ ভারতবর্ষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেভাবে সংখ্যা ক্রমশ বাড়ছে তা যদি আগামী এক সপ্তাহে গাণিতিক হারে বাড়ে তাহলে অবস্থা ভয়ঙ্কর হতে পারে বলে মনে করছেন চিকিৎসকরা।