খেলা বিনোদন

ভারতীয় ক্রিকেট দলের তারকা শামির স্ত্রী তৃতীয়বারের জন্য বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন? জল্পনা সোশ্যাল মিডিয়া জুড়ে।

ভারতীয় দলের গুরুত্বপূর্ণ পেস বোলার মোহম্মদ শামি। মাঠে তিনি যতটা সচল বাস্তবিক জীবনে ততটা নয়। বেশ কিছুদিন ধরেই তার স্ত্রী হাসিনা জাহান কে নিয়ে ব্যতিব্যস্ত হয়ে উঠছেন তিনি। হাসিনা জাহান স্বামীর বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ নিয়ে এসেছেন। তারপর থেকে সোশ্যাল মিডিয়ায় পরিচিত নাম হাসিনা জাহান। বর্তমানে প্রায় সকলেই জানে হাসিন জাহান এর দ্বিতীয় স্বামী ভারতীয় দলের তারকা প্রেসার।

এর আগেও হাসিনা জাহান আরো একটি বিয়ে করেছিলেন। কিন্তু এই রকম পরিস্থিতিতে সোশ্যাল মিডিয়ায় হাসিনার একটি পোস্ট কে কেন্দ্র করে আবার শোরগোল শুরু হয়েছে। অনেকেই মনে করছেন হাসিনা নাকি নতুন করে তৃতীয় বার প্রেমে পড়েছেন। তাহলে কি ভারতীয় তারকাকার বিচ্ছেদ আসন্ন? কি এমন পোস্ট যানিয়ে এত শোরগোল। দেখে নিন হাসিনা জাহান টি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়।হাসিন সোস্যাল মিডিয়ায় একটি মাস্ক পড়ে ছবি পোস্ট করেছেন। আর তার ক্যাপশনে হিন্দি গানের লাইন তুলে তিনি লিখেছেন,’কিতাবে বহতসি পড়ি হোঙ্গে তুমনে, ম্যাগর ক্যাভি আখে পড়ি হে মেরি জান’।

কিন্তু হঠাৎ কাকে ‘জান’ অর্থাৎ ‘জীবন’ বলে সম্বোধন করলেন হাসিন জাহান তা নিয়ে তৈরি হয়েছে জল্পনা।একজন নেটিজেন তো সেই পোস্টে কমেন্টও করে দেন, ‘শামি ভাই পড়ার চেষ্টা করেছিলেন, কিন্তু মনে হয় ঠিক করে পরতে পারেননি।’ সব মিলিয়ে পোস্টটি সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হয়েছে। এখন দেখার শেষ পর্যন্ত জাহান নতুন করে সাত পাকে বাঁধা পারেন কিনা।

Loading

Leave a Reply