খেলা

ভারতীয় নির্বাচন কমিটির প্রধান হলেন সুনীল যোশী, যোগ্যতা নিয়ে বিতর্ক

সব জল্পনার অবসান ঘটিয়ে এমএসকে প্রসাদের স্থলাভিষিক্ত হলেন সুনিল যোশী। জাতীয় নির্বাচক কমিটির চেয়ারম্যান হলেন ভারতীয় দলের এই প্রাক্তন স্পিনার। তবে নতুন এই নিয়োগের পরেও বিতর্ক রয়ে গেল। প্রশ্ন উঠছে বিরাট কোহলিদের নির্বাচন করছেন যারা, তাদের যোগ্যতা নিয়ে। এর আগেও বারবার একই প্রশ্ন উঠেছে। এমএসকে প্রসাদ এর অধীনে থাকা নির্বাচক কমিটিকে নিয়ে বহুবার কথা শুনতে হয়েছে। সুনীল যোশীর নির্বাচনেও সেই প্রশ্ন আবার উসকে দিল প্রথম দিন থেকেই।

পাঁচ সদস্যের কমিটিতে  প্রাক্তন প্রেসার হরবিন্দর সিংও রয়েছেন। সাধারণত সবচেয়ে বেশি টেস্ট খেলেছেন যে ক্রিকেটার তাকে নির্বাচক কমিটির চেয়ারম্যান করার নিয়ম। সেদিকে সুনীলের চেয়ে বেশি টেস্ট খেলেছেন লক্ষম শিভারামাকৃষ্ণন, বেঙ্কটেস প্রসাদ,  নয়ন মোঙ্গিয়া, রাজেশ চৌহানরা। এরা প্রত্যেকেই নির্বাচক কমিটির প্রধান হতে চেয়ে আবেদন করেছিলেন। তার পরেও দেশের হয়ে মাত্র ১৫ টি টেস্ট খেলা সুনীল যোশী কিভাবে নির্বাচক কমিটির প্রধান হলেন তা নিয়ে প্রশ্ন উঠেছে। এছাড়া হরবিন্দর সিংয়ের রেকর্ড বেশ খারাপ। মাত্র তিনটি টেস্ট খেলে তিনি পেয়েছেন চারটি উইকেট। অতএব নির্বাচকদের যোগ্যতা নিয়ে প্রশ্ন থেকেই গেল।

Loading

Leave a Reply