দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৯ হাজার ছাড়িয়ে গেল। এই মুহূর্তে চিকিৎসাবিজ্ঞান বলছে এই করোনা মহামারী থেকে বাঁচার সর্বোৎকৃষ্ট পন্থা হল টেস্ট, টেস্ট এবং টেস্ট। আমেরিকা, জার্মান প্রভৃতি দেশের তুলনায় ভারত অনেকটাই পিছিয়ে টেষ্টে, এমনটাই জানা যাচ্ছে। এই পরিস্থিতিতে গোদের ওপর বিষফোঁড়া হয়ে উঠলো ভারত সরকারের অর্ডার দেওয়া কিট ভুল পথে আমেরিকা চলে যাওয়ার। বিশেষ সূত্র থেকে জানা গেছে ৫লক্ষ কিট অর্ডার দেওয়া হয়েছিল চীনকে।যা দিয়ে নাকি আধঘন্টা পরীক্ষার ফলাফল জানা যাবে। কিন্তু সেই কিট পথ ভুল করে নাকি আমেরিকায় গিয়ে পৌঁছেছে।ভারতের আয়ুর্বিজ্ঞান অনুসন্ধান পরিষদের প্রধান ভাইরাস বিশেষজ্ঞ ডক্টর রমন আর বলেন, সরকারের তরফে চিনকে ৫ লক্ষ টেস্ট কিটের অর্ডার দেওয়া হয়েছিল যার কিছুটা শীঘ্রই পৌঁছানোর কথা ছিল। তবে তা এখনও এসে পৌঁছায়নি।
যদিও ওই কিট শীঘ্র পৌঁছে যাবে বলে আশা করছেন তিনি। এর সঙ্গে তামিলনাড়ু আলাদা করে চীনকে বেশকিছু কিটের অর্ডার দেয়। চীন নাকি জানিয়েছিল প্রথম দফায় কেন্দ্রের কিটের সঙ্গে তামিলনাড়ুর কিট পৌছাবে। সূত্রের খবর গত ২৫ শে মার্চ চিনের সংস্থাকে ১০ লক্ষ কিট অর্ডার দিয়েছিল ভারত সরকার। যদিও তাদের তরফে জানিয়ে দেওয়া হয় এত কিট বানানোর মতো সামর্থ্য তাদের এই মুহূর্তে নেই। এরপর গত ২৮ মার্চ নতুন করে ৫ লক্ষ কিটের অর্ডার দেয় সরকার। সেখানে শর্ত দিয়ে বলা হয় প্রথম দফায় বেশি সংখ্যক কিট পাঠাতে হবে ওই সংস্থাকে। শর্ত অনুযায়ী ৯ এপ্রিল ভারতে পৌঁছানোর কথা ছিল ২.৫ লক্ষ কিট। যদিও এখনো পর্যন্ত এসে পৌঁছয়নি তা। যার ফলেই বাড়ছে চিন্তা।
জানা গেছে ভারতের পরিবর্তে আমেরিকায় পাঠিয়ে দেওয়া হয়েছে কিট গুলি। প্রসঙ্গত, দেশীয় প্রযুক্তিতে করোনা টেস্টের জন্য যেখানে স্যাম্পেল নেওয়ার পর দীর্ঘ সময় লেগে যায় টেস্ট রিপোর্ট আসতে সেখানে চিনের এই কিট মাত্র ৩০ মিনিটে জানিয়ে দেবে কোনও ব্যক্তি করোনা আক্রান্ত কিনা। তবে এটা একেবারেই ভুল করে আমেরিকায় গেছে নাকি এর আড়ালে আছে বৃহৎ কোন ষড়যন্ত্র তা নিয়ে ইতিমধ্যেই চাপানউতোর শুরু হয়েছে।