বিশ্ব

ভারতের পর এবার WHO-কে তোপ দাগলেন ডোনাল্ড ট্রাম্প।

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একেবারে ডনের মতো ব্যবহার শুরু করেছেন বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে। কয়েকদিন আগেই ওষুধ নিয়ে একপ্রকার ভারতকে হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি। ভারত হাইড্রোক্লোকুইনের নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়ার পরই ভোল বদল করেন তিনি। মোদিকে মহান ব্যক্তি বলে সম্বোধন করেন। তারপরই তিনি পাল্টা তোপ দাগতে শুরু করলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিরুদ্ধে। তিনি এবার হু-এর বিরুদ্ধে সরাসরি তোপ দেগে বলেন হু চীনের তাবেদারী করছে। আমেরিকা প্রয়োজন হলে অর্থসাহায্য দেওয়া বন্ধ করে দেবে।

তিনি সাংবাদিক সম্মেলন করে আরো বলেন “তারা ভুল ভেবেছিল, তারা ভুল সময়ে কাজটি করেছিল। সঠিক সময়ে তারা বিষয়টিকে বুঝতে পারেনি। কয়েক মাস আগে তাদের এটি ধরা উচিত ছিল। তারা এই পরিস্থিতিতেও বড্ড চিন-ঘনিষ্ট। তাই এই পরিস্থিতিতে আমাদের বিষয়টিকে খুব নজর দিয়ে দেখতে হবে এবং প্রয়োজনে হু কে অর্থসাহায্য দেওয়া হবে না।” এরপরে সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা ট্রাম্পকে জিজ্ঞাসা করেন এই কঠিন সময়ে অর্থ বরাদ্দ বন্ধ করা সঠিক পদক্ষেপ হবে কিনা? তখন অবশ্য ভোল বদল করে বলেন “না, হয়ত না। আমি বলছি না যে আমি করবই কিন্তু বিষয়টি আমরা পর্যালোচনা করব।”

Loading

Leave a Reply