এবার আন্তর্জাতিক বিমানে বসে সমস্ত রকম মোবাইল পরিষেবা পাবে জিও গ্রাহকরা। মাটি থেকে কুড়ি হাজার ফুট উপরে ওঠার পরেও সমস্ত রকম সুযোগ-সুবিধা পাবেন গ্রাহকরা। ভারতে এই প্রথম আন্তর্জাতিক বিমান মোবাইল পরিষেবা চালু করছে জিও। আন্তর্জাতিক বিমানের বাইশটি উড়ানে থাকবে এই পরিষেবা। এই পরিষেবা সক্রিয় করার জন্য ‘অ্যারো ইন্ডিয়ার’ সাথে গাঁটছড়া বেঁধেছে জিও। সংস্থার ডিরেক্টর আকাশ আম্বানির দাবি ‘ ভারতে এই প্রথম জিও সংস্থা এই পরিষেবা দিতে পেরে অত্যন্ত গর্বিত।
মাটির থেকে কুড়ি হাজার ফুট উঁচুতে সমস্ত রকম মোবাইল যোগাযোগ, দ্রুত গতিতে সমস্ত রকম নেট পরিষেবা এবং ভয়েস কল দিতে সক্ষম হবে এই পরিষেবা।’ জিও পরিষেবায় এটি একটি নতুন পালক যোগ করবে বলেই মনে করছে গ্রাহকরা। ৪৯৯ টাকা থেকে শুরু ইন্টার্নেশনাল ফ্লাইট প্যাক দিয়ে রিচার্জ করলেই মিলবে ফ্লাইট এর মধ্যে এই সুবর্ণ সুযোগ। ভার্জিন, এমিরেটস, এতিহাদ, বাংলাদেশের জাতিক বিমান ইতিমধ্যেই চালু হচ্ছে এই পরিষেবা।