দেশ

ভারতে করোনায় মৃত্যু বেড়ে ১৭, মৃত কর্নাটকের বৃদ্ধ

ভারতে করোনায় মৃতের সংখ্যা বেড়ে হল ১৭। এবার মৃত্যু হল কর্নাটকের টুমকুরে। তবে তিনি ভারতীয় নন। তিনি আরব আমিরশাহির নাগরিক। কয়েকদিন ধরে মুম্বইয়ের হাসপাতালে ভর্তি ছিলেন। মৃত ৬৫ বছরের বৃদ্ধ। তিনি ৫ মার্চ তিনি ট্রেনে দিল্লি যান। ১১ মার্চ ফিরে আসেন। তাঁর সহযাত্রীদের ইতিমধ্যেই চিহ্নিত করেছে প্রশাসন।  ভারতবর্ষে ক্রমশ বাড়ছে আক্রান্তের সংখ্যাও। ইতিমধ্যেই ভারতবর্ষে আক্রান্তের সংখ্যা গিয়ে পৌঁছেছে ৭২৪ জনে। ভারতবর্ষের রোজি মৃতের সংখ্যা বাড়তে থাকায় উদ্বেগ বাড়াচ্ছে সরকারের। এদিকে দেশে রোজই গড়ে ১০০  জন করে ভারতবর্ষে আক্রান্ত হচ্ছেন মানুষ।

এদিকে সোমবার থেকে বেসরকারি হাসপাতালগুলোতে উপন্যাস পরীক্ষা করার অনুমতি দিয়েছে কেন্দ্র। কলকাতার অ্যাপোলতেও এবার করোনা পরীক্ষা করা যাবে বলে জানা গেছে। দেশের মধ্যে করোনা আক্রান্তের সংখ্যায় মহারাষ্ট্রকে এই মুহূর্তে ছাপিয়ে গেছে কেরল। এদিকে প্রত্যেকটি রাজ্যের লকডাউন সফল করতে কড়া হাতে ময়দানে নেমেছে পুলিশ প্রশাসন। যদিও নতুন করে আক্রান্তের সংখ্যা কোনওভাবেই কমছে না। তাই এই মুহূর্তে একটাই উপায় বাড়ির বাইরে বের না হওয়া।

Loading

Leave a Reply