দেশ স্বাস্থ্য

ভারতে দৈনিক করোনা সংক্রমণের সংখ্যা ১ লক্ষ ছোঁয়ার পথে !

গত ২৪ ঘণ্টায় নতুন সংক্রমণ ধরা পড়েছে ৯৫ হাজার ৭৩৫। সেই সঙ্গেই দেশে মোট করোনা পজিটিভ রোগীর সংখ্যা পৌঁছে গেছে ৪৪ লাখ ৬৫ হাজার ৮৬৩ জনে। করোনা অ্যাকটিভ রোগীর সংখ্যা ছাড়িয়েছে ৯ লাখ। দেশে এখন অ্যাকটিভ কেস প্রায় ২১ শতাংশ। কেন্দ্রের হিসেবে গত ২৪ ঘণ্টায় কোভিড আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১ হাজার ১৭২ জনের।

এখনও অবধি দেশে ৭৫ হাজার করোনা রোগীর মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিনে এমনই চিত্র দেখা গেল। টানা এক সপ্তাহ ধরেই দৈনিক সংক্রমণ লাগামছাড়া। নতুন সংক্রমণ ধরা পড়ছে প্রায় ৮০ থেকে ৯০ হাজারের কাছাকাছি। মাঝে দু’একদিন দৈনিক সংক্রমণের হার কমলেও আজ এক ধাক্কায় ফের সংক্রমণের হার উর্ধ্বমুখী। সংক্রমণে মৃতের সংখ্যাও বেড়েছে।

করোনায় আক্রান্তের সংখ্যা বাড়লেও মৃত্যুহার কম। স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন বলছে, এখনও অবধি কোভিড ডেথ রেট ১.৬৮%। তবে কয়েকটি রাজ্যে করোনায় মৃত্যুহার চিন্তার কারণ। যেমন পাঞ্জাবে মৃত্যুহার সবচেয়ে বেশি প্রায় ২.৯৫ শতাংশ। দৈনিক সংক্রমণের হার বৃদ্ধিতে শীর্ষেই মহারাষ্ট্র। প্রায় ২০ হাজারের বেশি নতুন সংক্রমণ ধরা পড়েছে এই রাজ্যেই, অন্ধ্রপ্রদেশে দৈনিক আক্রান্তের সংখ্যা ১০ হাজারের বেশি। নতুন আক্রান্তদের ৬০ শতাংশই দেশের পাঁচ রাজ্যের যথা মহারাষ্ট্র, কর্নাটক, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু ও উত্তরপ্রদেশ।

Loading

Leave a Reply