মহিউদ্দীন আহমেদ, বোলপুর;-১৯৪২ শের আগষ্টে ভারত ছাড়ো আন্দোলন ব্রিটিশের ভারত শাষন করার দুশো বছরের ভীত নড়িয়ে দিয়েছিলো। ভারত থেকে ব্রিটিশ দের পালানোর বিদায় ঘন্টা বাজিয়ে দিয়েছিলে বিয়াল্লিশের বিদ্রোহ। যা সংঘটিত হয় আগষ্টেরর ৯ তারিখ। সেই ৯ আগষ্ট ভারত ছাড়ো ‘ দিবসে বর্তমান কেন্দ্রীয় সরকার তথা বিজেপিকে ব্রিটিশদের সঙ্গে একই বন্ধনীতে রেখে ভারত বাঁচাও দিবস পালন করলো বামফ্রন্ট সহ সহযোগী দলগুলি। রবিবার কোরনা আবহের মধ্যেই সামাজিক দূরত্ব বজায় রেখে বোলপুর চিত্রা মোড়ে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন, ছাত্র ও যুব ফেডারেশন ও বাম গণ সংগঠনগুলির সম্মিলিত উদ্যোগে এই ভারত বাঁচাও দিবস পালন করলো।
এদিন বামফ্রন্ট সারা দেশের সাথে ভারত বাঁচাও দিবস কর্মসূচির অন্তর্গত অবস্থান ও বিক্ষোভ প্রদর্শন । রেল সহ রাষ্ট্রয়ত্ব সংস্থাগুলি বিক্রি করে দেওয়ার বিরুদ্ধে, কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির প্রতিবাদে, লকডাউন পর্বে কাজের নিরাপত্তা এবং প্রাপ্য মজুরী ও বেতন দেওয়ার দাবীতে, সমস্ত বেকার যুব-র কর্মসংস্থানের দাবীতে ও কাজ না দিতে পারা পর্যন্ত ৬০০০/- টাকা বেকার ভাতা দেওয়ার দাবীতে মিছিল পরিক্রমা ও অবস্থান ও বিক্ষোভ প্রদর্শন করা হয়।