জেলা

ভারত সেবাশ্রম এর উদ্যোগে এবং মহিষাদল পুলিশ থানার সহযোগিতায় দুঃস্থ দের খাদ্য বিতরণ

মহিষাদল পূর্ব মেদিনীপুর থেকে সৌম্যজিৎ চট্টোপাধ্যায় এর রিপোর্ট পূর্ব মেদিনীপুরঃ- লক ডাউন এর ফলে কার্যহীন মানুষজন।এর ফল ভুগছে দুঃস্থ মানুষ।দিনের নূন্যতম খাদ্য জোগাড় তাদের পক্ষে হয়ে উঠেছে অসম্ভব,তাই তাদের অন্নসংস্থানের জন্যএগিয়ে এসেছে ভারত সেবাশ্রম।


মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর নির্দেশ মেনে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে মহিষাদল থানা। আজ মহিষাদল এর গড় কমলপুর অঞ্চলে বাড়ি বাড়ি গিয়ে থানার কর্মরত পুলিশ এবং সিভিক ভলান্টিয়াররা রান্না করা খাদ্য তুলে দেয় মানুষজন দের হাতে।এহেন সহযোগিতায় খুশি সাধারণ মানুষ।আত্মতৃপ্তি পুলিশ দের মুখেও।মহিষাদল থানার O.C. পার্থ বিশ্বাস মহাশয় নিজে দাঁড়িয়ে থেকে বিতরণ করলেন খাদ্য।


Loading

Leave a Reply