মকর সংক্রান্তি শুরুর আবহে বিতর্কিত মন্তব্য করে বসলেন পুরীর শঙ্করাচার্য সরস্বতী নিশ্চলানন্দ আনন্দ সরস্বতী। গঙ্গাসাগর মেলায় বসে তিনি বলেন ভারত ও ভুটান হিন্দুরাষ্ট্র হবে। আর এই বিতর্কিত মন্তব্যে জল্পনা বেড়েছে। তিনি কেন্দ্রের সিএএ ও এনআরসিকেও সমর্থন জানিয়েছেন। তিনি মেলা প্রাঙ্গণে সাংবাদিক বৈঠক করে বলেন, গঙ্গাসাগর মেলাকে আন্তর্জাতিক মেলার স্বীকৃতি দেওয়া উচিত কেন্দ্রীয় সরকারের। গত কুড়ি বছর ধরে এই মেলায় আসছি। আগের থেকে যথেষ্ট উন্নয়ন হয়েছে। পাশাপাশি এনআরসির প্রতি সমর্থন জানিয়ে হিন্দুদের পাশে দাঁড়ানোর বার্তা দিয়ে শংকরাচার্য বলেন, আগামীদিনে ভারত, নেপাল ও ভুটান হিন্দু রাষ্ট্র হবে।
পৃথিবীর কোথাও হিন্দুরা অত্যাচারিত হলে ভারত, নেপাল ও ভুটানে আশ্রয় পাবেন। পৃথিবীকে বাঁচানোর যদি কোনও উপায় থাকে ভারত ও নেপালের হিন্দুরাই বাঁচাতে পারবে। মুসলিমদের পরামর্শ দিয়ে তিনি বলেন, পাকিস্তান, বাংলাদেশ ও আরব দুনিয়ার দেশগুলিতে মুসলিম ভাইয়েরা অত্যাচারিত হয়ে দেশ ছাড়ার পরিস্থিতি তৈরি হলে তাদের অন্য কোনও মুসলিম দেশে সম্মানের সঙ্গে জায়গা দেওয়া হোক। তবে এর পাশাপাশি গঙ্গাসাগরের উন্নয়ন ও অগ্রগতি নিয়ে রাজ্য সরকারের ভূয়সী প্রশংসা শোনা যায় শঙ্করাচার্যের গলায়।