বিশ্ব

ভূতের ভয়ে গৃহবন্দি মানুষ, কুসংস্কারে ভর করে লকডাউন সফল ইন্দোনেশিয়ায়

রাস্তায় বের হলেই অবচমকা ছুটে আসছে ‘ভূত’। আর এই ভূতের ভয়ে রাস্তায় বের হওয়া প্রায় বন্ধ করে দিয়েছেন ইন্দোনেশিয়ার মানুষ। সেদেশের জাভা প্রদেশে অকারণে মানুষ রাস্তায় বের হলেই তাঁর সামনে হাজির হয়ে যাচ্ছে সাদা পোশাকে ঢাকা ‘অশরীরী আত্মা’। তাদের লাল চোখ কপাল ঠিকরে বেরিয়ে পড়ছে। আচমকা যে কোনও মানুষ দেখলেই মূর্ছা যাওয়ার জোগাড়। আসলে ইন্দোনেশিয়ার কুসংস্কার অনুযায়ী ভূতেরা সেখানে পোকং নামে পরিচিত। সেখানকার বাসিন্দাদের বিশ্বাস, অশরীরী আত্মা পোকং তাঁদের চারিদিকে ঘুরে বেড়ায়। করোনা সংক্রমণ রুখতে লকডাউন সফলে এই কুসংস্কারকেই হাতিয়ার করেছে সেখানকার প্রশাসন। ওই এলাকার বেশ কিছু যুবক পোকং সেজে ঘুরে বেড়াচ্ছে।



অকারণে কেউ বাড়ি থেকে বের হলেই তার সামনে আচমকা ধেয়ে আসছে পোকং। আর ওই পোকং দেখে দৌড়ে ঘরে ঢুকে পড়ছেন বাসিন্দারা। এই খবর চাউর হতেই সেখানকার রাস্তাঘাটে ভয়ে কেউ বের হচ্ছে না। লকডাউন সফল করতে এই পোকং সাজানোর পরিকল্পনা দারুনভাবে কাজে এসেছে। করোনা মোকাবিলায় মানুষকে গৃহবন্দি রাখতে এই কুসংস্কারের উপর ভর করেই সাফল্য পেয়েছে প্রশাসন। এই খবর মুখে মুখে ছড়িয়ে পড়তেই বাড়ি থেকে বেরনো প্রায় বন্ধ হয়ে গিয়েছে সেখানকার মানুষের। কারণ রাস্তায় বেরিয়ে কে আর ভূতের মুখে পড়তে চায়। তাই এই ফর্মুলা মন্ত্রের মতোই কাজে এসেছে।

Loading

Leave a Reply