একেই বোধহয় বলে গোদের উপর বিষফোঁড়া। ২০২০ সালে মানুষ যে আর কত বিপদের সম্মুখীন হবে তা যেন কল্পনাতীত হয়ে গিয়েছে। করোনা আবহের মধ্যেই বাংলা সহ ওড়িশায় ভয়ঙ্কর সাইক্লোন উপ-পুনের দাপটে বিপর্যয় নেমে এসেছে। এদিকে করোনা মুক্তির কোনও লক্ষনই দেখা যাচ্ছে না। এবার তারমধ্যেই এক ভয়ঙ্কর দুঃসংবাদের কথা জানাচ্ছেন বিশেষজ্ঞরা। জানা গিয়েছে, ভারত মহাসাগরের নীচে বিরাট টেকটনিক প্লেট ভেঙে দুটুকরো হয়ে গিয়েছে। আর তার জেরেই ভয়াবহ ভূমিকম্পের আশঙ্কা করছে বিজ্ঞানীরা। ভারত-অস্ট্রেলিয়ার মকরাঞ্চলের ওই প্লেট প্রত্যেক বছর ০.০৬ মিলিমিটার করে দূরে সরে যাচ্ছে। আট বছর আগে একবার ভারত মহাসাগরের নীচে ভূমিকম্পের পর থেকেই ওই প্লেটের ক্রমাগত পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে।
আপাতদৃষ্টিতে এই দুটি প্লেট দূরে সরে যাওয়ার গতি খুবই মন্থর। এই গতিতে চলতে থাকলে এক মাইল দূর যেতে ১০ লক্ষ বছর সময় লাগার কথা। কিন্তু পুরো প্রক্রিয়াটাই ঘটছে জলের তলায় হওয়ায় ঠিক কী পরিবর্তন হচ্ছে তা সবসময় নজরে রাখা যাচ্ছে না। দুটি প্লটের আলাদা হয়ে যাওয়ার গতি কম হলেও বিজ্ঞানীরা চিন্তায় রয়েছেন। কারণ এভাবে প্লেট সরে যাওয়াই ভূমিকম্পের কারণ হতে পারে। তবে অদূর ভবিষ্যতেই যে বড়সড় কোনও ভূমিকম্প হবে তা নিয়ে নিশ্চিতভাবে কিছু বলছেন না বিজ্ঞানীরা। বিজ্ঞানীদের দাবি, এই দুই প্লটের সরে যাওয়ার ফলে ২০ হাজার বছর পর পৃথিবীতে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ দেখা দিতে পারে।