সামনের মঙ্গলবার থেকে দিল্লি থেকে হাওড়া সহ দিল্লির ১৫টি রুটে ট্রেন চলাচল করবে এমনটাই জানান কেন্দ্রীয় রেল সংস্থা। করোনার উদ্ভূত পরিস্থিতির দরুন ২২ শে মার্চের আগে থেকেই আন্তঃরাজ্য রেল পরিষেবা সম্পূর্ণ বন্ধ ছিল। এবার যোগাযোগ মাধ্যম সচল রাখতে ধাপে ধাপে চালু হতে চলেছে যাত্রীবাহী ট্রেন চলাচল। প্রায় দেড় মাস পর,৫০দিনের মাথায় নতুন করে রেল চালু হতে চলেছে রেল। ট্রেন চলাচলের ক্ষেত্রে বেশ কিছু নিয়ম নিষেধাজ্ঞা জারি করেছে রেলমন্ত্রক। জানা গিয়েছে, এই রেলে যাওয়ার ক্ষেত্রে সরকারি নিয়ম মেনে আইআরসিটিসি টিকিট কাটতে হবে। যাত্রীদের জন্য প্লাটফর্ম টিকিট বিক্রি বন্ধ থাকবে। কেবলমাত্র অনলাইনে টিকিট কাটলে যাতায়াত করা যাবে ট্রেনে।
এমনকি অনলাইন টিকিট কাটা থাকলে তবেই প্লাটফর্মে ঢোকা যাবে। ট্রেনে যাতায়াতের ক্ষেত্রেও বিশেষ নজরদারির ব্যবস্থা করছে রেল। ট্রেনের টিকিট থাকলেও যদি কেউ মাস্ক না পারেন তাহলেও প্লাটফর্মেও কাউকে ঢুকতে দেওয়া যাবে না বলেও স্পষ্ট জানিয়েছে রেলমন্ত্রক। ট্রেনে ওঠার আগে থার্মাল স্ক্রিনিং করা হবে যাত্রীদের। যাদের কোনল উপসর্গ থাকবে না তাদেরই ট্রেনে উঠতে দেওয়া হবে। আজ বিকাল চারটে নাগাদ দিল্লি থেকে ট্রেনের সমস্ত সময়সূচি ঘোষণা করা হবে। মেট্রো ও লোকাল ট্রেনের ক্ষেত্রে কোন ছাড়পত্র দেওয়া হয়নি। সবমিলিয়ে মঙ্গলবার চালু হতে চলেছে স্পেশাল ট্রেন, তৎপর রয়েছে রেলমন্ত্রক।