বিশ্ব

মঙ্গলবার বাংলাদেশে করোনা আক্রান্তর সংখ্যা হাজার ছাড়ালো।

ঋদি হক, ঢাকাঃ- বাংলাদেশে আক্রান্ত ও মৃত্যু দুটোতেই রেকর্ড সুখবর নেই বাংলাদেশের। একমাস চারিদিনের মাথায় মৃত্যু এবং আক্রান্ত দুটোইতেই রেকর্ড। মঙ্গলবার বাংলাদেশে করোনা আক্রান্তর সংখ্যা হাজার ছাড়ালো। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যে বলা হয়েছে, একদিনে দেশটিতে আরও ৭ জন মারা গিয়েছে। যা নিয়ে মৃতের সংখ্যা দাড়িয়েছে ৪৬ জন। আক্রান্তর তালিকায় ওঠে এসেছে ২০৯ জন। যা নিয়ে এই সংখ্যা পৌছালো ১০১২ জনে। এখনও পর্যন্ত মোট ৪২ জন সুস্থ হয়েছেন। প্রথম আক্রান্তর পর থেকে দেশে সংক্রমণের সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে। তবে, আজকের পরিসংখ্যা বলছে, সামনে আরও আশঙ্কার দিন অপেক্ষা করছে। গত ২৪ ঘণ্টায় ১৯০৫টি নমুনা পরীক্ষা করেছে স্বাস্থ্য অধিদপ্তর। যা গা শিউরে ওঠা ২০৯জন আক্রান্তর তথ্য ওঠে এসেছে। স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা নিয়মিত ব্রিফিংয়ে দেশে করোনাভাইরাস পরিস্থিতির সবশেষ তথ্য তুলে ধরেন। করোনা পরিস্থিতি মানুষ যখন নাকাল এবং দিন দিন ভয়াবহ রূপ নিচ্ছে, সেই মুহূর্তে নতুন করে ডেঙ্গুও হানা দিচ্ছে।



গেল বছর বাংলাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৭৯ জনের প্রাণহানি ঘটেছিল। গত ৮ মার্চ দেশে করোনাভাইরাসে সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয়। ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। গত ডিসেম্বরের শেষ দিকে চীনের উহান থেকে ছড়িয়ে বৈশ্বিক মহামারিতে করোনাভাইরাসে বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা সোয়া ১৯ লাখের বেশি। মারা গেছেন ১ লাখ ১৯ হাজারেরও বেশি মানুষ। তবে সাড়ে চার লাখের মতো রোগী সুস্থ হয়েছেন।


Loading

Leave a Reply