ফের মদের আসরে চলল গুলি। বচসার জেরে যুবককে গুলি করার অভিযোগ। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের রায়গঞ্জের লোহুজ গ্রামে। আক্রান্ত বছর আঠাশের মসিবুল হক হাসপাতালে ভর্তি।পরিবারের লোকজনদের সূত্র থেকে জানা গেছে, গতকাল রাতে বন্ধুদের সঙ্গে মদ্যপান করেন ওই যুবক। সেখানেই বচসার জেরে তাঁকে গুলি করা হয় বলে অভিযোগ।মাথায় আঘাত ও বুকে ক্ষত নিয়ে বর্তমানে রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিতসাধীন।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এলাকায় রঙের কাজ করত সে। এলাকায় সে শান্ত মানসিকতার ছেলে বলেই পরিচিত সে। কী কারণে হামলা, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।