মনীষীদের মূর্তিভাঙার রাজনীতি চলছেই! এবার কোপ পড়লো গান্ধীমূর্তির ওপর। তা-ও আবার বিজেপি শাসিত গুজরাতে। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে গুজরাতের আম্রেলি জেলার হরিকৃষ্ণ লেকে। সেখানে মহাত্মা গান্ধীর একটি মূর্তি ছিল।২০১৮ সালে এই মূর্তিটি স্থাপন করা হয়েছিল। মূর্তির উন্মোচন করেছিলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।স্থানীয় সূত্রে খবর, শুক্রবার রাতে কয়েক জন দুষ্কৃতী এসে ভেঙে দিয়ে যায় মহাত্মা গান্ধীর মূর্তি।
পুলিশের পক্ষ থেকে ঘটনার তদন্ত শুরু হয়েছে।জানাগেছে ঘটনাটি যারা ঘটিয়েছে, তাদের খোঁজ চলছে। শিগগির গ্রেফতার করা হবে।।এবিষয়ে গান্ধীজির পৌত্র “তুষার গান্ধী”-র আবেদন,” দেশের সমস্ত গান্ধী-মূর্তি ভেঙে চুরমার করে দিন। কিন্তু, দেশের ভাতৃত্ববোধ ভেঙে দেবেন না।”