রবিবার হাওড়ার নিবড়া এলাকার ৫৪ জন পরিযায়ী শ্রমিককে বাসে করে বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করলেন রাজ্যের সমবায় মন্ত্রী অরুপ রায়।
জানা গেছে, হায়দরাবাদে একটি নির্মাণ সংস্থায় কাজ করতেন ওই শ্রমিকরা। লকডাউনের জেরে কাজ বন্ধ হয়ে যায়। সেখানেই আটকে পড়তে হয় তাঁদের। দুবেলা ঠিকমতো খাওয়াও জুটছিল না। বাড়ি ফিরতে চেয়ে সাহায্যের জন্য স্থানীয় থানায় গিয়ে পড়তে হয়েছিল পুলিশের হেনস্তার অভিযোগ। সেখান থেকে মেলেনি বাড়ি ফেরার কোনও পাস। এর পর তাঁরা হায়দরাবাদ থেকে হাঁটতে হাঁটতে তেলেঙ্গানা সীমানায় চলে আসেন। সীমান্ত পাহারায় নিযুক্ত সেখানকার পুলিশকর্মীরা ফেরার জন্য তাঁদের একটি বাসের ব্যবস্থা করে দেন। ওই ৫৪ জন শ্রমিক মিলে ৪০ হাজার টাকা দিয়ে বাসটি ভাড়া করেন। যার কাছে যা টাকা ছিল তার সবটুকু দিয়ে ওই বাসভাড়া মিটিয়ে দিয়ে তেলেঙ্গানা সীমানা থেকে বাসে ওঠেন তাঁরা। কিন্তু রবিবার ভোরে বাসটি খড়পুরের কাছে বাংলা সীমান্তে এসে তাঁদের নামিয়ে দিয়ে ফিরে যায়। আর কোনও টাকাপয়সা না থাকায় তাঁরা জাতীয় সড়ক ধরে হেঁটেই বাড়ির দিকে ফিরতে শুরু করেন। হাঁটতে হাঁটতে দুপুর নাগাদ তাঁরা হাওড়ার ডোমজুড় থানার নিবড়ার কাছে এসে পৌঁছোতে সেখানে কর্তব্যরত কয়েকজন ট্রাফিক পুলিশ তাঁদের দেখতে পান। খবর পান সমবায়মন্ত্রী অরূপ রায়। তিনি তৎক্ষণাৎ তাঁদের জন্য কেক, বিস্কুট ও জল পাঠান। তাঁদের কোথাও বসিয়ে বিশ্রামের ব্যবস্থা করার জন্য পুলিশকে নির্দেশ দেন। এরপর সমবায়মন্ত্রী তাঁদের বাড়ি পৌঁছে দেওয়ার জন্য দুটি বাসের ব্যবস্থা করেন। সম্পূর্ণে বিনামূল্যে।
সমবায়মন্ত্রী অরূপ রায় বলেন, খাওয়াদাওয়ার ব্যবস্থা করার পর বাসে করে সবাইকে মালদায় তাঁদের বাড়িতে পৌঁছে দেওয়া হয়েছে। দূরত্ববিধি বজায় রাখতেই একটির পরিবর্তে দুটি বাসের ব্যবস্থা করি। এরপর সেখানকার জেলা প্রশাসনের পক্ষ থেকে তাঁদের স্বাস্থ্য পরীক্ষা করার পর প্রত্যেককে বাড়িতে পৌঁছে দেওয়া হয়।