দেশ

মসজিদে বিয়ে হিন্দু দম্পতির, সম্প্রীতির অনন্য নজির কেরালায়

দেশজুড়ে বিভাজনের আবহের মধ্যে কেরালার এক মসজিদে সম্প্রীতির অনন্য নজির ফুটে উঠল। সাম্প্রদায়িক অশান্তির মরুভূমিতে ওই মসজিদ যেন হয়ে ওঠে সম্প্রীতির মরুদ্দ্যান। গোলাপি- সোনালি শাড়িতে নববধূ। বরের সাজে দক্ষিণী ঐতিহ্যবাহী সাদা শার্ট আর মুণ্ড। সামনে সাজানো বিয়ের উপাচার। হিন্দু বিয়ের প্রতিটি নিয়ম মেনে চার হাত এক হল অঞ্জু ও শরতের। তার সাক্ষী থাকতে কেরালার চারুভাল্লি মুসলিম জামাত মসজিদ চত্বরে ভিড় জমালেন নানা ধর্মের মানুষ। সাম্প্রদায়িক অশান্তির আবহে কেরালার মসজিদে হিন্দু দম্পতির বিয়ে দিয়ে একপ্রকার নজির সৃষ্টি হল। যে বিয়ের কথা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে কেরলের মুখ্যমন্ত্রী বিজয়ন টুইট করেছেন, এটাই কেরালার একতার চিত্র।

দু’বছর আগে স্বামীকে হারিয়ে অসহায় হয়ে পড়েছিলেন বিন্দু  তিন সন্তানকে নিয়ে ভাড়া বাড়িতে কোনরকমে দিন কাটাচ্ছিলেন তিনি। তাই তার মেয়ের বিয়ে দেওয়ার মতো টাকার ব্যবস্থা করে উঠতে পারছিলেন না। সে কথা শুনেই সাহায্যের হাত বাড়িয়ে দেন প্রতিবেশী নিজামুদ্দিন। তিনি বিন্দুকে জামাত কমিটিতে যাওয়ার পরামর্শ দেন। মসজিদে হিন্দু মেয়ের বিয়েতে সাহায্য করতে রাজি হবেন এই দ্বিধা নিয়েই জামাত কমিটির কাছে হাজির হন বিন্দু। কিন্তু সেখানে অভাবনীয় প্রতিক্রিয়া মেলে। জামাতের একজন সদস্য বিয়ের খরচের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন। এমনকী শুরু হয় প্রীতিভোজের ব্যবস্থাপনা।  জুম্মার নামাজে যোগ দিতে আসা মুসলিমদের জানানো হয় বিয়ের বিষয়টি। আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দিতে রাজি হন অনেকেই। আর তাতেই হয়ে যায় মুশকিল আসান। সম্প্রীতির অনন্য নজির একপ্রকার ইতিহাস হয়ে রইল জামাত মসজিদে।

Loading

Leave a Reply