বিশ্ব

মহাকাশে ৩২৮ দিন কাটিয়ে রেকর্ড নভশ্চর ক্রিস্টিনার

নারীরা কোনও অংশেই পিছিয়ে নেই, তা বহুবার প্রমাণ হয়েছে। আর এবার আন্তর্জাতিক স্পেস স্টেশনে (ISS) ৩২৮ দিন ১৩ ঘণ্টা ৫৮ মিনিট সময় কাটালেন নভশ্চর অ্যাস্ট্রো ক্রিস্টিনা ওরফে ক্রিস্টিনা কচ। কাজাকাস্তানের স্থানীয় সময় বিকেল ৩ টে ১২ মিনিট নাগাদ নভশ্চর ক্রিস্টিনা ৩২৮ দিন অর্থাৎ ১১ মাস মহাকাশে সময় কাটিয়ে পৃথিবীর মাটিতে পা রাখেন। রাশিয়ান স্পেস এজেন্সি রসকসমসের (ROSCOSMOS) সয়ুজ কমান্ডার আলেকজান্ডার ও ইউরোপীয়ান স্পেস এজেন্সির (ESA) নভশ্চর লুকা পারমিতানোর সাথে পৃথিবীর মাটিতে পা রাখলেন ক্রিস্টিনা। সযত্নে তাঁকে মাটিতে নামিয়ে অানা হয়েছে। স্কট কেলির ৩৪০ দিন মহাকাশে থাকার রেকর্ড ছিল। আর তারপরই এই মহিলা নভশ্চর কৃস্টিনা ৩২৮ দিন মহাকাশে থেকে রেকর্ড করলেন।

টুইট করে নাসা জানিয়েছে, ক্রিস্টিনা হলেন সবচেয়ে বেশি সময় মহাকাশে কাটানো দ্বিতীয় মানুষ। ২০১৬ – ১৭ সালে পেগি হুইটসনের রেকর্ড ২৮৮ দিনকে এবার পিছনে ফেলে ৩২৮ দিনের রেকর্ড গড়লেন ক্রিস্টিনা। ৪১ বছর বয়সে মহাকাশে কাটানোর অভিজ্ঞতা অর্জন করেছেন তিনি। মিশিগানে জন্মগ্রহণকারী ক্রিস্টিনার বড় হয়ে ওঠা উত্তর ক্যারোলিনায়। নর্থ কারোলিনা স্কুল অব সায়েন্স অ্যান্ড ম্যাথমেটিক্স থেকে স্নাতক এর পরে নর্থ ক্যারোলিনা স্টেট ইউনিভার্সিটি থেকে পদার্থবিদ্যা ও ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেন। পদার্থবিদ্যায় একাধিক গবেষণা আছে তাঁর। কিন্তু তিনি পেশাগতভাবে ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ার হলেও মহাকাশ বার বার হাতছানি দিয়েছে তাঁকে।

২০০১ সালে নাসার অ্যাকাডেমি প্রোগ্রাম থেকে মহাকাশ বিজ্ঞান নিয়ে পড়াশোনা করেন তিনি। এরপর ২০১৩ তে যোগদান করেন স্পেস মিশনে। তিনি বেশ কিছু মিশনে গুরুত্বপূর্ণ ভূমিকাও পালন করেছিলেন। আর এরপরই ২০১৯ সালে সবথেকে বড় সিদ্ধান্ত গ্রহণ করেন তিনি। ২০১৯ সালে মহাকাশে দীর্ঘ টানা ৩২৮ দিন অতিক্রম করে পৃথিবীর মাটিতে পা রাখেন এই নভশ্চর। নাসার গবেষণায় নতুন মাত্রা যোগ করে দেন ক্রিস্টিনা।

Loading

Leave a Reply