দেশ

মহারাষ্ট্রে ২৪ ঘণ্টায় আক্রান্ত আরও ১১৪ জন পুলিশকর্মী

মহারাষ্ট্র গত ২৪ ঘণ্টায় আরও ১০০ জন পুলিশকর্মী করোনায় আক্রান্ত হলেন। তার মধ্যে একজনের মৃত্যু হয়েছে। এনিয়ে মহারাষ্ট্রের করোনায় আক্রান্ত হলেন ২ হাজার ৩২৫ জন পুলিশ কর্মী। এ পর্যন্ত মোট ২৬ জন পুলিশ কর্মীর মৃত্যু হয়েছে এই মানব ভাইরাসে আক্রান্ত হয়ে। এদিকে দেশের মধ্যে আক্রান্তের সংখ্যার বিচারে সমস্ত রাজ্যকে ছাপিয়ে গিয়েছে মহারাষ্ট্র। এখনও পর্যন্ত মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ৬২ হাজার ছাপিয়ে গেছে।

মৃত্যু হয়েছে ২ হাজার ৯৮ জনের। এদিকে মহারাষ্ট্রের মধ্যে আক্রান্তের সংখ্যা সর্বাধিক মুম্বাইয়ে। বাণিজ্য নগরীতে এখনো পর্যন্ত ৩৬ হাজার ৯৩২ জন আক্রান্ত হয়েছে। মুম্বইয়ে এখনো পর্যন্ত ১১৭৩ জনের মৃত্যু হয়েছে। মহারাষ্ট্রের এখনো পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ২৬ হাজার ৯৯৭ জন করোনা আক্রান্ত রোগী। অন্যদিকে, বিভিন্ন রাজ্যে প্রচুর পরিয়ে শ্রমিকদের জন্য ট্রেন ঢুকছে। তার মধ্যে অবশ্য মহারাষ্ট্র শ্রমিকদের আক্রান্ত হওয়ার সংখ্যাই বেশি।

Loading

Leave a Reply