ফের বিজেপির গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে। এক মহিলা বিজেপি নেত্রীকে উদ্দেশ্য করে কুরুচিকর মন্তব্য বিজেপির সাংগঠনিক জেলা সভাপতির। অবশেষে ওই বিজেপি নেতার বিরুদ্ধে বারাসাত থানায় অভিযোগ দায়ের করলেন মহিলানেত্রী।
জানা গেছে, উত্তর ২৪ পরগনার গোপালনগর থানার আকাইপুর গ্রামের বাসিন্দা, বিজেপি কর্মী দীপালি দেব শনিবার সকালে তাঁর দলেরই জেলা সভাপতির বিরুদ্ধে গোপালনগর থানায় একটি অভিযোগ দায়ের করেন। তাঁর মূলত অভিযোগ, ‘দলের বারাসত সাংগঠনিক জেলার নেতা, কর্মীদের নিয়ে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে। সেখানে বারাসত সাংগঠনিক জেলার সভাপতি শঙ্কর চ্যাটার্জি মহিলাদের উদ্দেশে কুরুচিকর মন্তব্য করেছেন। এই ঘটনা দলের সমস্ত মহিলাকে অসম্মানিত করেছে। আর তাই এই ঘটনার প্রতিবাদ জানাতে এবং অভিযুক্তর বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছি।’ এদিন তিনি হোয়াটসঅ্যাপে ওই মন্তব্যের অংশটির প্রিন্ট বের করে পুলিশের কাছে জমা দেন। অভিযোগ পেয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
যদিও অভিযোগ মানতে নারাজ বিজ্রপি নেতৃত্ব। বিজেপি–র বারাসত সাংগঠনিক জেলার সহ–সভাপতি দেবদাস মণ্ডলের দাবি, ‘শঙ্কর চ্যাটার্জির বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যে চক্রান্ত করে এমন মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে। অভিযোগকারিণী আদৌ বিজেপি–র কোনও মহিলা কর্মী কি না সন্দেহ আছে।’ সবমিলিয়ে এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে জেলা জুড়ে।