কয়েকদিন ধরেই একটি কানে কম শুনছিলেন মহিলা। কানে অসম্ভব যন্ত্রণাও হচ্ছিল। যন্ত্রণা থেকে মুক্তি পেতে বেশ কিছুদিন ওষুধও খান। ঘরোয়া কিছু টোটোকাতেও কাজ না হওয়ায় তিনি চিকিৎসকের কাছে যান চীনের সিচুয়ান প্রদেশের মিয়াংইয়াং এলাকার এক মহিলা। চিকিৎসক তাঁকে পরীক্ষা করেন। তাঁর কানের ভিতরের ছবি করানো হয়। যদিও ওই ছবি দেখেই চক্ষু চড়ক গাছ হওয়ার জোগাড় হয় চিকিৎসকদের।
তাঁরা দেখতে পান কানের ভিতরে দিব্যি জাল বুনে ফেলেছে একটি মাকড়সা। সঙ্গে সঙ্গে ওই মহিলার অপারেশন করা হয়। তবে, জীবিত অবস্থায় মাকড়সাটি চিকিৎসক বের করে আনেন। ওই মহিলাও সুস্থ রয়েছেন। তবে, মাকড়সাটি কানের ভিতর জাল বুনলেও শ্রবণযন্ত্রের কোনও ক্ষতি করতে পারেনি। জানা গিয়েছে, ওই মহিলা আঙুর খেতের কর্মী। তিনি খেতে কাজ করার সময় হয়তো মাকড়সাটি কানের মধ্যে ঢুকে পড়ে। তারপর কানের মধ্যেই জাল বুনতে শুরু করে। যদিও চিকিৎসকরা জানিয়েছেন, কানে ঢোকার পর মাকড়সার বেঁচে থাকা খুবই বিরল ঘটনা। এক্ষেত্রে সেটাই হয়েছে। যদিও কানের ভিতর মাকড়সার জাল বোনার এই ছবি নেট দুনিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।