জেলা রাজ্য

মাওবাদী দমনে অজয় নন্দার উপর ভরসা রাখছেন নবান্ন। সিআইএফ-এর দায়িত্ব পেলেন তিনি।

রাজ্য পুলিশের শীর্ষ স্তরে বেশ কয়েকটি রদবদল করেছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। যার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হল, কাউন্টার ইন্সারজেন্সি ফোর্স তথা সিআইএফ-এর দায়িত্ব দেওয়া হয়েছে আইপিএস অজয় নন্দাকে। পর্যবেক্ষকদের মতে, মাওবাদীদের গেরিলা সন্ত্রাস রুখতে রাজ্যে যে কয়েকজন হাতে গোনা আইপিএস পারদর্শী তাঁদের মধ্যে অজয় নন্দা অন্যতম। তা ছাড়া দীর্ঘদিন পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার ছিলেন অজয় নন্দা। মাওবাদীদের বিরুদ্ধে একাধিক রুদ্ধশ্বাস অপারেশনের নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে তাঁর। তাই পশ্চিমাঞ্চলে নতুন উপদ্রব ঠেকাতে তাঁর উপরেই ভরসা রাখল নবান্ন।

উল্লেখ্য বেশ কিছুদিন ধরেই জঙ্গল মহলে মাওবাদীদের আনাগোনা বেড়েছে শুরু হয়েছে পোস্টারিং। সেই নিয়েই উদ্বিগ্ন পুলিশ ও প্রশাসন। আলতা দিয়ে লেখা পোস্টার, শাল-মহুয়ার নিবিড় জঙ্গলের মাঝে ছোট ছোট বৈঠকি সভা, হুমকি চিঠি– এই সমস্ত টুকরো টুকরো ছবিতেই স্পষ্ট হচ্ছিল মাওবাদীদের গতিবিধি বাড়ছে। কেন্দ্রীয় গোয়েন্দা থেকে ভবানী ভবন সর্বত্রই সেই রিপোর্ট ছিল। এই দিক মাথায় রেখেই অজয় নন্দা কে দায়িত্ব দেয়া হল সিআইএফ এর। জঙ্গলমহলে নৈরাজ্যবাদীদের রুখতে রাজ্যের বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত কমান্ডো বাহিনী। যাদের বিশেষত্ব হচ্ছে গভীর জঙ্গলে নিখুঁত অপারেশন। মূলত মাওবাদী দমনেই এই বাহিনী তৈরি হয়েছিল।

মাওবাদীদের একাধিক গুরুতপূর্ণ নেতা বাংলার জঙ্গলমহলে নিয়মিত আসছেন বলে খবর। সূত্রের খবর বাংলার জঙ্গলমহলে ভেঙে পড়া সংগঠনকে ফের ঘুরে দাঁড় করাতে সর্ব শক্তি দিয়ে সংগঠন প্রসারের কাজ করছে তারা। এমত অবস্থায় সিআইএফ এর দায়িত্বে অজয় নন্দা কে আনা ইতিবাচক সিদ্ধান্ত বলেই মনে করছেন বিশেষজ্ঞ মহল।

Loading

Leave a Reply