দেশ

মাঝ আকাশে সন্তান প্রসব তরুণীর, বিমানের জরুরি অবতরণ কলকাতা বিমান বন্দরে

জরুরি অবস্থায় কিছু কিছু সময় উড়ন্ত বিমানকে আকাশ থেকে সামনের কোনও এয়ারপোর্টে নামাতে হয় পাইলটকে। বিমানের কোনও যাত্রী গুরুতর অসুস্থ হয়ে পড়লে বিমানের জরুরি অবতরণ করানো হয়। এমনকী এর অাগে সন্তানসম্ভবা মহিলার প্রসবও হয়েছে বিমানে।ফের মাঝ আকাশে প্রসবের ঘটনা ঘটল।

এবার ২৩ বছরের এক তরুণীর প্রসব যন্ত্রণা ওঠার কারণে কলকাতা বিমানবন্দরে নামাতে হল এয়ার ওয়েজের একটি বিমান। জানা গেছে, সোমবার গভীর রাতে ওমান থেকে দোহায় যাচ্ছিল কাতার এয়ার ওয়েজের একটি বিমান। রাত সোয়া তিনটে নাগাদ থাইল্যান্ডের নাগরিক ২৩ বছরের তরুণীর প্রসব যন্ত্রণা ওঠে। তখন কলকাতা বিমানবন্দরে বিমানকে নামাতে হয়। বিমানের মধ্যেই সন্তান প্রসব করেন ওই মহিলা। তড়িঘড়ি মহিলা সহ সন্তানকে কলকাতার একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়। বর্তমানে ওই মহিলা এবং তার সন্তান দুজনেই সুস্থ আছে বলে জানা গিয়েছে। পাইলটকে কৃতজ্ঞতা জানিয়েছেন ওই প্রসূতির পরিবার। সন্তান ও মা সুস্থ থাকার খবরে খুশি বিমানের সহযাত্রীরাও।

আমরা আসছি…….

Loading

Leave a Reply