জেলা

মাথা ন্যাড়া করে বিজেপির বিরুদ্ধে প্রতিবাদ রাজ্য সভাপতির।

এবার মাথা ন্যাঁড়া হয়ে চাষের জমিতে বসে কেন্দ্র সরকারের বিরুদ্ধে গর্জে উঠলেন পশ্চিমবঙ্গ তৃনমূল কিষাণ ক্ষেতমজদুর সেলের রাজ্য সভাপতি তথা হরিপালের বিধায়ক বেচারাম মান্না। রতনপুর গ্রামের চাষের জমিতে দুজন কৃষকও এই প্রতীকী প্রতিবাদে সামিল হয়েছিল।




তৃণমূলের অভিযোগ, বর্তমান কোরোনা পরিস্থিতিতে রাজ্যের মুখ্যমন্ত্রী রাস্তায় নেমে যেভাবে মানুষকে সচেতন করার পাশাপাশি বিভিন্ন প্রকল্প ঘোষণা করছেন, সেখানে দেশের প্রধানমন্ত্রী থেকে রাজ্যের বিজেপি ও কেন্দ্রের প্রতিনিধি দল অসহযোগিতা করে মিথ্যাচার করছে রাজ্য সরকারের। দেশের কৃষকদের জন্য আর্থিক কোনও প্যাকেজ ঘোষণা করে নি। উল্টে বিজেপির নেতারা লম্বা চওড়া ভাষণ দিচ্ছেন। মানুষের এই দুর্দশার মুহূর্তে পাশে না দাঁড়িয়ে বুলি আওড়াচ্ছেন। হতাশাগ্রস্থ গৃহবন্দি বাংলার কৃষক সমাজের পাশে দাঁড়িয়েছেন মুখ্যমন্ত্রী। তাই কেন্দ্র সরকারের এই লাঞ্চনার প্রতিবাদে এই কর্মসূচি গ্রহণ করা হল বলে জানালেন রাজ্য সভাপতি বেচারাম মান্না।


Loading

Leave a Reply