সুশান্ত সিং মৃত্যু রহস্যের ঘটনায় অবশেষে গ্রেপ্তার করা হল সুশান্তের বান্ধবী তথা অভিনেত্রী রিয়া চক্রবর্তীকে। মাদক যোগে তাঁকে গ্রেপ্তার করেছে এনসিবি। ৩ দিন ধরে জিজ্ঞাসাবাদের পর অবশেষে রিয়াকে গ্রেপ্তার করা হল। তৃতীয় দিন টানা ৮ ঘণ্টা জেরা করেছিল এনসিবি। এদিনও তাকে এনসিবির দপ্তরে ডেকে পাঠানো হয়েছিল। এদিন দুপুরে তাঁকে গ্রেপ্তার করা হয়।
বিকেল ৪ টেয় তার গ্রেপ্তারি নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা করা হবে বলে এনসিবি সূত্রে জানা গিয়েছে। বিকেলে তাঁর মেডিক্যাল টেস্ট করা হবে। এর আগে মাদক যোগে রিয়ার ভাইকে গ্রেপ্তার করা হয়েছিল। এদিকে মাদক যোগে রিয়াকে গ্রেপ্তার করা হলেও সুশান্ত মৃত্যু রহস্যের জট এখনও খোলেনি। সুশান্তের মৃত্যুতে কোনওভাবে রিয়ার যোগ রয়েছে কি না সেবিষয়েও তেমন কিছু জোরালো সম্ভাবনা উঠে আসেনি।