দেশ

মাদক, সুশান্ত-রিয়া, এত বড় সমস্যা দেশে আগে কখনও ঘটেছিল!!!

দেশের জিডিপি মাইনাসে নেমেছে, পেট্রোলের দাম দিন দিন বাড়ছে, কাজ হারিয়ে আত্মহত্যা করেছেন বহু মানুষ, বেকার যুবকরা চাকরির জন্য হাপিত্যেশ করছেন, বাজার অগ্নিমূল্য, আলু সেদ্ধ ভাত খেতেন পকেটে টান পড়ছে মধ্যবিত্তের। রেল সহ একাধিক রাষ্ট্রায়ত্ত সংস্থা বিক্রি হয়ে যাচ্ছে। কিন্তু এইসব নিয়ে ভাবার কি আছে! আমরা তো ‘রাম রাজত্বে’ বাস করছি। এই জমানায় দেশে এগুলো কোনও সমস্যাই নয়। এই মুহূর্তে দেশে তাই সমস্যা। স্বাধীনতার পর এত বড় ঘটনা বোধহয় আমাদের দেশে ঘটেনি।

হ্যাঁ অভিনেতা সুশান্ত সিং রাজপুত মৃত্যু রহস্যের কথা বলছি। এত বড় ঘটনা ভূ-ভারতে আগে হয়েছে বলে মনে হচ্ছে না। আমাদের এখন একটাই কাজ সুশান্ত মৃত্যু রহস্যের পর্দাফাঁস করতে হবে। বাস তাতেই কেল্লাফতে। আবার উঠবে দেশের জিডিপি, বেকার যুবকরা চাকরি পাবে, বাজারের দাম এমনি এমনি সাধ্যের মধ্যে চলে আসবে। এটাই কি সত্যি? তা যদি না হয় দিনের পর দিন ধরে ধাস্টামো করার মানে কী ?

কোনও তরুণ অভিনেতার মৃত্যু অবশ্যই দুঃখজনক। আমরাও চাই অভিনেতা মৃত্যু রহস্যের সঠিক বিচার হোক। কিন্তু প্রত্যেকদিন প্রাইম টাইমে আপনাকে গেলানো হচ্ছে মৃত্যুরহস্য ঘিরে নানা কাহিনী। সুশান্ত মাদক নিত কি না। তার লিভইন পার্টনার বিদেশে গিয়ে শপিং করেছেন কত টাকার। সুশান্তের টাকায় কি কি করেছেন। সমস্ত ব্যক্তিগত কাটাছেঁড়া এখন ভারতের মূল সমস্যা। কিন্তু সুশান্ত মাদককে নিতেন কি না, রিয়া তাতে সঙ্গ দিতেন কি না, তা প্রমাণ হলে সাধারণ মানুষের কি আসে যায়। এক্ষেত্রে কিছু সংবাদ মাধ্যমের ভূমিকা অত্যন্ত লজ্জাজনক। কিছু সংবাদমাধ্যম তো রিয়া চক্রবর্তীকে দোষী বানিয়ে ফেলেছেন। শুধুমাত্র ফাঁসির সাজা শোনাতে পারলেই হলো। আমরা সকলেই চাই অভিনেতা মৃত্যু রহস্যের সুবিচার হোক। কিন্তু জোর দেওয়া হোক দেশের মূল সমস্যা গুলিতে। তা না হলে দেশের পরিস্থিতি কিন্তু আরও ভয়ংকর খারাপের দিকে যাবে।

Loading

Leave a Reply