২০১৯ এর ধারা এবারও অব্যাহত রইল। আগের বছরেরই ঘটনার পুনরাবৃত্তি ঘটে চলেছে মাধ্যমিকো। পর্ষদের এত কড়াকড়ি সত্ত্বেও প্রশ্নফাঁস কোনওভাবেই আটকানো যাচ্ছে না। ২০২০ সালের মাধ্যমিক পরীক্ষার তৃতীয় দিনেও প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠল। পরীক্ষা চলাকালীন প্রশ্নপত্র ফাঁস হয়ে গেল ফের। গত দুইদিন বাংলা এবং ইংরেজি পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগ উঠেছিল। এবার বৃহস্পতিবারও তৃতীয়দিন ভূগোল পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়ে গেল সোশ্যাল মিডিয়ায়। এই ঘটনায় রীতিমতো উদ্বিগ্ন পর্ষদ।
এখন সন্দেহ হচ্ছে তাহলে কি সর্ষের মধ্যেই ভূত লুকিয়ে আছে। আর সেজন্যই প্রতিবারই ফাঁস হয়ে যাচ্ছে প্রশ্ন! তবে প্রশ্নফাঁস কোনওভাবে আটকাতে না পারার ঘটনায় রীতিমতো পর্ষদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। এদিনের ঘটনায় সোশ্যাল মিডিয়াজুড়ে শোরগোল পড়েছে। পরীক্ষা শুরু হওয়ার আগেই এভাবে সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন ফাঁস হয়ে যাওয়ার ঘটনায় চিন্তিত অভিভাবকরাও। এব্যাপারে যথাযথ পদক্ষেপ নেওয়ার দাবি তুলেছেন তাঁরা। এদিকে প্রত্যেক দিন এভাবে প্রশ্ন ফাঁস হওয়া নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ট্রোল শুরু হয়েছে।