রাজ্য

মানুষকে সচেতন করতে আমি বেরব, তাতে আমার করোনা হলে হোক, মন্তব্য মুখ্যমন্ত্রীর।

ক্রমশ বিধ্বংসী আকার ধারণ করছে করোনা ভাইরাস। ভাইরাসকে প্রতিহত করতে ততই তৎপর হচ্ছে রাজ্য প্রশাসন। সোমবার থেকে নিজের গাড়িতে মাইক টাঙিয়ে পথে নেমে রাজ্যবাসীকে লকডাউন মানতে আবেদন জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে করোনা নিয়েও মানুষ যাতে অযথা আতঙ্কিত ন হন তার জন্য আবেদন জানান।




বৃহস্পতিবার মৌলালি এলাকায় প্রচার করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। গাড়িতে বসেই মাইকের মাধ্যমে সচেতনতার প্রচার করেন তিনি। প্রথমেই লকডাউনে সাধারণ মানুষের দুর্ভোগের জন্য ক্ষমা চেয়ে নেন। মানুষের মনে সাহস জুগিয়ে মমতা বলেন, করোনা হলে ভয় পাওয়ার কিছু নেই। পুলিশকে জানান। ওঁদের সাহায্য নিয়ে হাসপাতালে যান। মানুষের পাশে আমরা থাকবই। করোনা ভাইরাসকে আমরা ভয় পাই না। মানুষকে সচেতন করতে রাস্তায় বের হচ্ছি। তাতে যদি আমার করোনা হয়,হোক।



Loading

Leave a Reply