প্রয়াত হলেন প্রবীণ আরএসপি নেতা তথা রাজ্যেত প্রাক্তন মন্ত্রী অমর চৌধুরি। মৃত্যু কালে তাঁর বয়স হয়েছিল ৯২। দীর্ঘদিন বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন তিনি। শনিবার সকালে এসএসকেএম তাকে ভর্তি করা হয়। হাসপাতালেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। স্ত্রী আগেই প্রয়াত হয়েছেন, দুই পুত্র বর্তমান। সিপিএম রাজ্য সম্পাদক সূর্য মিশ্র গভীর শোক জানিয়েছেন। সূর্যকান্ত মিশ্র জানিয়েছেন, তাঁর সঙ্গে মন্ত্রিসভা, বিধানসভা ও গণ আন্দোলনে কাজ করার সুযোগ পেয়েছি। তাঁর নিষ্ঠা, সততা ও অকৃত্রিম আচরণ আমাদের স্মৃতিতে অমলিন থাকবে। আরএসপি–র সাধারণ সম্পাদক মনোজ ভট্টাচার্য গভীর শোক প্রকাশ করে বলেন, অমর চৌধুরি আজীবন সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করেছেন। তাঁর সহজ–সরল জীবনধারা এবং অমায়িক ব্যবহার ছিল অনুকরণীয়।
অমর চৌধুরির জন্ম ওপার বাংলায়। দেশভাগের পরে এপার বাংলায় আসেন। ছাত্রাবস্থাতেই আরএসপি–র সঙ্গে যুক্ত হন। পরে তিনি কৃষক সংগঠনে কাজ শুরু করেন। বেশ কিছুদিন সারা ভারত সংযুক্ত কিসান সভার রাজ্য সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। দলের পক্ষে জানানো হয়েছে, সোমবার তাঁর মরদেহ তুলে দেওয়া হবে এসএসকেএম হাসপাতালে।