গতবছর হঠাৎ করেই টিভি দেখার খরচ বেড়ে যায় সাধারণ মানুষের। যা নিয়ে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ রয়েই গেছে। তাই এবার আগামী মার্চ মাস থেকে কেবল টেলিভিশন দেখার খরচ কমতে পারে বলে জানা গেছে। গ্রাহকদের স্বার্থ রক্ষায় নয়া নির্দেশিকা প্রকাশ করেছে ট্রাই। বর্তমানে বিভিন্ন পে চ্যানেলে আলাদাভাবে দেখতে গেলে যে মোট খরচ দিতে হয়, তার চেয়ে একটি বিশেষ প্যাকেজে তা দেখতে গেলে খরচের বিরাট পার্থক্য হয়ে যায়। এই ব্যবধান কমানোর জন্য নতুন নির্দেশ জারি করেছে ট্রাই। ক্যাবল অপারেটর এন এস ও ডিটিএইচ সংস্থাগুলি প্রথম দুসতি চ্যানেলের জন্য গ্রাহকদের কাছ থেকে সর্বোচ্চ ১৩০ টাকা ( কর ব্যতীত) নেটওয়ার্ক ক্যাপাসিটি ফি নিতে পারবে। আগামী ১ মার্চ এই নির্দেশিকা কার্যকর হবে বলে জানা গেছে। বর্তমানে মাসিক ১৩০ টাকা দিয়ে গ্রাহকরা প্রথম ১০০টি এইচডি চ্যানেল দেখতে পারেন।
এই চ্যানেল সংখ্যা বাড়িয়ে ২০০টি করছে ট্রাই। তবে দূরদর্শনের চ্যানেলগুলির জন্য গ্রাহকদের কোনও এনসিএফ দিতে হবে না। অর্থাৎ মাসে ১৩০ টাকা এনসিএফ দিয়ে গ্রাহকরা ২০০টি চ্যানেল এবং দূরদর্শনের চ্যানেলগুলিতে পাবেন। ওই ২০০টি চ্যানেলের মধ্যে যদি সমস্ত ফ্রি টু এয়ার হয় সে ক্ষেত্রে কেবল অপারেটর, এমএসও, ডিটিএইস অপারেটর সংস্থা কর সহ সর্বোচ্চ ১৬০ টাকা নিতে পারবে। কোন গ্রাহক ইচ্ছা করলে এই ১৩০ টাকা এনসিএফ এবং পে চ্যানেলের জন্য আলাদা মাশুল দিয়ে সর্বাধিক মোট ২০০ টি চ্যানেল বাছতে পারেন। সে ক্ষেত্রে তাঁকে আলাদা করে কোনো এনসিএফ দিতে হবে না।