বিশ্ব

মা এবং মেয়েকে এক সাথে বিয়ে করল একই পাত্র

এবার মা ও মেয়েকে একসাথে বিয়ে করল এক পুরুষ। ঘটনাটি ঘটেছে পাকিস্তানে। জানা গেছে এক মহিলা কিছুদিন আগেই বিধবা হয়েছেন। বাড়িতে মা এবং প্রাপ্তবয়স্ক মেয়ে থাকতেন। অপরদিকে পাত্র হল ইউসুফ খান। ইউসুফ এর পরিবার থেকে সিদ্ধান্ত নেওয়া হয় ওই বিধবা মহিলাকে বিয়ে করার জন্য। ৩০ এর কাছাকাছি ইউসুফ বিয়ে করতে সম্মতি দেন। এখানেই শেষ নয়, যার সাথে বিয়ে দেওয়া হবে সে হল পাত্রের কাকিমা। কাকিমাকে ভাইপোর সাথে বিয়ের প্রস্তাব জানালে কাকিমা রাজি হয়ে যান। অপরদিকে প্রাপ্তবয়স্ক মেয়েও আছে বাড়িতে। তাই সমস্ত দিক বিবেচনা করে ইউসুফ এর পরিবার ঠিক করে কাকিমা এবং কাকিমার মেয়ে অর্থাৎ খুড়তুতো বোনকে একসাথে বিয়ে করতে হবে।

ইউসুফের পরিবারের সাথে সাথে পাত্র এবং পাত্রিরাও রাজি হয়ে যায় বিবাহের জন্য। ইউসুফ এর তুলনায় বয়সে একটু বেশি কাকিমা।তবে তার খুড়তুতো বোন তার থেকে বয়সে কিছুটা ছোট। বিয়ে হয়ে যায় তিনজনের। ইউসুফ এর বাবা জানাচ্ছে তারা অত্যন্ত খুশি। সমাজ তাদের অন্য মাত্রায় দেখছে। পাকিস্তানের সমাজব্যবস্থায় এমনটাই জানানো হচ্ছে। অসহায় মেয়েটিকে উদ্ধার করেছে ইউসুফ। কিন্তু বিয়ের খবর প্রকাশে আসতেই ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়। পাকিস্তানের মেয়েদের যে দুরাবস্থা তা সমস্ত দেশের কাছেই স্পষ্ট হয়ে গেল এই ঘটনায়।

আমরা আসছি…….

Loading

Leave a Reply