দেশ

মা টেনে যাচ্ছেন সুটক্যাস, আর তাতেই সুখে ঘুমাচ্ছে সন্তান

কোনও রকমে স্যুটকেসের উপরেই ঘুমোচ্ছে ছোট্ট ছেলে। পথের ক্লান্তিতে আর সহ্য করতে পারে নি সে। নেই থাকার নির্দিষ্ট কোনও জায়গাও। একদিকে মা সেই স্যুটকেস দড়ি দিয়ে বেঁধে টানছেন মা। ঘটনাটি উত্তরপ্রদেশের আগ্রা জেলায়। যে ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে তাতে দেখা যাচ্ছে রাস্তার উপর দিয়ে হাঁটছেন এক দল শ্রমিক। পুরুষ, মহিলা, বাচ্চা সবাই রয়েছেন। আর সেখানেই একটি স্যুটকেস আঁকড়ে কোনও রকমে তার উপর ঘুমিয়ে পড়েছে একটি ছোট্ট ছেলে। সেই স্যুটকেস টেনে নিয়ে যাচ্ছেন মা।

স্যুটকেস ও বাচ্চার ওজন টানতে গিয়েও কিন্তু হাঁটার গতি কমেনি তাঁর। বরং তা ক্রমাগত বেড়েই চলেছে। আর হাঁটতে হাঁটতেই সংবাদমাধ্যমকে জানালেন পঞ্জাব থেকে ঝাঁসি যাচ্ছেন তাঁরা। ৮০০ কিলোমিটার দূরত্ব পায়ে হেঁটেই পাড়ি দিয়েছেন। কোনও বাসের দেখা পাননি। তার বেশি কথা বলতে পারেননি ওই মহিলা। এই ছবিটাই হয়তো পরিষ্কার করে দিচ্ছে ভারতে করোনা সংক্রমণ ও লকডাউনের ফলে পরিযায়ী শ্রমিকদের অবস্থাটাই।

Loading

Leave a Reply