রাজ্য

মুখ্যমন্ত্রী ছাড় দিলেও ১ জুন থেকে খুলছে না বেলুড় মঠ ও দক্ষিণেশ্বর মন্দির

শুক্রবারই সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ঘোষণা করেছেন ১ জুন থেকে সমস্ত মন্দির, মসজিদ, গির্জা, গুরুদোয়ার সহ ধর্মীয় স্থানগুলি খোলা যাবে। যদিও প্রত্যেকটি ধর্মীয় স্থানে ১০ জনের বেশি জমায়েত হওয়া চলবে না। এমনকী সমস্ত সরকারি বিধি নিষেধ মেনে চলতে হবে। যদিও এই মুহূর্তে যখন হু হু করে বাড়ছে করোনা সংক্রমণ, তখনই মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্ত ঘিরে বিভিন্ন মহলে প্রশ্ন উঠতে শুরু করে। সোশ্যাল মিডিয়াতেও এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায় জনগণের। এই মুহূর্তে ধর্মীয় স্থানগুলি খোলার যৌক্তিকতা নিয়েও অনেকে প্রশ্ন তুলেছেন।

যদিও ১ জুন থেকে বেলুড় মঠ ও দক্ষিণেশ্বর মন্দির খোলা হবে না বলে মঠ ও মন্দির কর্তৃপক্ষের তরফে জানিয়ে দেওয়া হয়েছে। ১৬ জুন থেকে দক্ষিণেশ্বর মন্দির খুলবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও বেলুড় মঠ কবে থেকে খুলবে তা নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি বলে কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে। এ ব্যাপারে পরে চিন্তা-ভাবনা করে সিদ্ধান্ত নেওয়া হবে জানানো হয়েছে। দেশজুড়ে বাড়তে থাকা করোনা সংক্রমণের কথা মাথায় রেখেই কর্তৃপক্ষের তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।

Loading

Leave a Reply