দেশ

মুখ্যমন্ত্রী হলে লোকে আমাকে বোকা বলবে; রজনীকান্ত

তিনি কখনও নিজেকে মুখ্যমন্ত্রীর পদে দেখেননি বলে স্পষ্ট জানালেন দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত। চেন্নাইয়ের একটি হোটেলে সাংবাদিক বৈঠকে এই অভিনেতা বলেন, ১৯৯৬ সালে আমার সামনে মুখ্যমন্ত্রী হওয়ার সুযোগ এসেছিল। তখন আমার বয়স ছিল ৪৫। কিন্তু সেই সুযোগ নিইনি। আর এখন সেই কাজটি করলে লোকে বলবে আমি বোকা। বছর দুয়েক আগে নিজের রাজনৈতিক দলের যাত্রা শুরুর সময় সারণি ঘোষণা করেছিলেন রাজনিকান্ত। এদিন সাংবাদিক বৈঠকে সেই দলের যাত্রা শুরুর ট্রেলার রচিত হল বলা যায়। (Image Source:Google)

২০২১ সালে তামিলনাড়ুতে বিধানসভা নির্বাচন হয়েছে। এদিন তিনি স্পষ্ট করে দিয়েছেন, তাঁর দল নির্বাচনে লড়বে ঠিকই। তিনি নিজে প্রত্যক্ষ নির্বাচন থেকে দূরে থাকবেন। তাঁর ঘোষণা,  আমতো এখনও নিজেকে মুখ্যমন্ত্রী হিসেবে কল্পনা করিনি। বিধানসভায় বসে রয়েছি এমনটি আমি ভাবতে পারি না। এটি কোনওভাবেই সম্ভব নয়। আমি দলের প্রধান হব। আমি এও জানি আমার এই সিদ্ধান্ত আমার সমর্থক ও শুভাকাঙ্খীরা মেনে নিতে পারবেন না। কিন্তু এছাড়া আমার পক্ষে আর কোনও উপায় নেই। আমি যদি মুখ্যমন্ত্রী হতেই রাজনীতিতে আসি, তাহলে আমার আধ্যাত্বিক রাজনীতির যে দর্শন তার কী হবে।

তিনি আরো বলেন, আমি যেটা চাই তা হল রাজনীতিতে একটি পরিবর্তন। এখনই যদি রাজনীতি ও সরকারের পরিবর্তন না আসে তাহলে আর কোনওদিন আসবে না। এখন প্রয়োজন একটি নতুন রাজনৈতিক সংস্কৃতি এ রাজ্যে তুলে ধরার। যদিও এদিনও তাঁর দলের নাম বা লোগো নিয়ে কোনও শব্দ উচ্চারণ করেনি এই সুপারস্টার।

Loading

Leave a Reply