দীপ ঘোষ: চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, পুলিস ও সেনাবাহিনীর পর এবার করোনা থাবা বসাল ভারতীয় নৌবাহিনীতেও। যা রীতিমতো উদ্বেগের বিষয়। জানা গিয়েছে, মুম্বইয়ে ভারতীয় নৌবাহিনীর ২১ জন নৌসেনার শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি মিলেছে। তাঁদের প্রতেককে মুম্বইয়েরই নৌসেনার একটি হাসপাতালে কোয়ারেন্টাইন করে রাখা হয়েছে। এই প্রথম করোনা সংক্রমণ পাওয়া গেল নৌবাহিনীর শরীরে। ওয়েস্টার্ন ন্যাভাল কম্যান্ডের সমুদ্র তীরবর্তী ডিপো আইএনএস আঙ্গরিতে নৌবাহিনীর জন্য নির্দিষ্ট আবাসনে থাকেন ওই নৌসেনারা।
নিজেদের কাজের জন্য গত কয়েকদিন ধরে আক্রান্ত নাবিকরা নৌঘাঁটির মধ্যে বিভিন্ন স্থানে যাতায়াত করেছেন। তাই ওই এলাকায় আরও কেউ আক্রান্ত হয়েছেন কি না তার খোঁজ চলছে। তাঁদের দ্রুত চিহ্নিতকরণ করে কোয়ারেন্টাইন করার ব্যবস্থা করা হবে। এদিকে দেশে ক্রমশ আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় চিন্তিত কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। মহারাষ্ট্রে ইতি মধ্যে হআক্রান্তের সংখ্যা সাড়ে ৩ হাজার ছাপিয়ে গেছে। মৃতের সংখ্যার নিরিখেও দেশের মধ্যে সবচেয়ে এগিয়ে রয়েছে মহারাষ্ট্র। এরই মধ্যে মুম্বইয়ে এতজন নৌসেনার শরীরে কোভিড-১৯-এর অস্তিত্ব মেলায় বাড়ছে উদ্বেগ।