রাজেন্দ্র নাথ দত্ত :মুর্শিদাবাদ : যেন কঙ্কালসার দশা! দু’দিকের ধার ভাঙা। পিচ উঠে গিয়েছে। পাথর বেরিয়ে গর্ত হয়ে গিয়েছে। মুর্শিদাবাদ জেলাতে এমন রাস্তার সংখ্যা কম নয়। সংস্কারের অভাবে ধুঁকছে এমন বহু গ্রামীণ রাস্তা। খন্দ রাস্তার হাল ফেরাতে আজ, বৃহস্পতিবার থেকে এক নতুন প্রকল্প শুরু হচ্ছে রাজ্যে। নাম ‘পথশ্রী’। অন্য জেলার পাশাপাশি মুর্শিদাবাদেও বৃহস্পতিবার থেকে এই প্রকল্পের সূচনা হলো প্রতিটা ব্লকে।রাস্তার পুনর্নিমাণ ও রক্ষণাবেক্ষণের জন্যই এই প্রকল্প। রাস্তা চিহ্নিত করতে সমীক্ষা চালানো হয়েছিল। অগ্রাধিকারের ভিত্তিতে ওই সংখ্যক রাস্তার তালিকা তৈরি হয়েছে। এ ব্যাপারে রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতর থেকে প্রয়োজনীয় নির্দেশও এসেছিল। জানা যাচ্ছে, জেলা পরিষদের আওতায় থাকা আরও রাস্তা ওই প্রকল্পের আওতায় আসতে পারে। ১- ১৫ অক্টোবরের মধ্যে ধাপে ধাপে ওই সংখ্যক রাস্তার সংস্কার কাজ শুরু হলো । কবে, কোন রাস্তার কাজের সূচনা হবে তাও ঠিক হয়েছে। আজ, বৃহস্পতিবার যেমন বেশ কিছু রাস্তার কাজের সূচনা হলো।
প্রশাসনের এক সূত্র মনে করিয়ে দিচ্ছে, রাস্তা সংক্রান্ত সব প্রকল্পকে এক ছাতার তলায় এনেই ‘পথশ্রী’ অভিযান নামে নতুন এই প্রকল্প শুরু করতে চলেছে রাজ্য সরকার। রাস্তা নির্মাণ এবং রাস্তা সংস্কারের কাজে গতি আনতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের এই প্রকল্প। এ বার থেকে নতুন তৈরি হওয়া বা সংস্কার হওয়া রাস্তায় এই প্রকল্পের নামে বোর্ড বসানো হবে । যেখানে প্রকল্প তৈরির খরচ সহ বিভিন্ন খুঁটিনাটির উল্লেখ থাকবে। দিন কয়েক আগেই প্রকল্প নিয়ে জেলাগুলির সঙ্গে এক ভিডিয়ো বৈঠক হয়েছে রাজ্যের। বৈঠকে সড়ক যোজনার হাল- হকিকত নিয়েও আলোচনা হয়েছে।‘পথশ্রী’ প্রকল্পের ক্যাচলাইন,‘পথ নির্মাণই প্রগতির অভিযান’।মুর্শিদাবাদে যে শুধু ওই সংখ্যক রাস্তারই সংস্কার প্রয়োজন তা নয়। জানা যাচ্ছে, কমবেশি প্রায় ৬০০টি গ্রামীণ রাস্তা সংস্কারের প্রয়োজন রয়েছে। পরে পরে বাকি রাস্তাগুলি এই প্রকল্পের আওতায় আসবে।প্রশাসন সূত্রে খবর, আজ, বৃহস্পতিবার জলপাইগুড়ির ফুলবাড়ি থেকে ‘পথশ্রী’ প্রকল্পের সূচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে মুর্শিদাবাদ জেলার বিভিন্ন ব্লকের পাশাপাশি খড়গ্ৰাম ব্লকের অন্তর্গত কীর্তিপুর গ্রাম পঞ্চায়েতের অধীনে কীর্তিপুর গ্রামে পিচ রাস্তা নির্মাণের সূচনা করা হয়।
উপস্থিত ছিলেন জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান, খড়গ্ৰামের বিধায়ক আশীষ মার্জিত, খড়গ্ৰাম ব্লকের ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক সৌরভ ধল্ল , পঞ্চায়েত সমিতির সভাপতি টিঙ্কু মণ্ডল,কান্দী মহকুমা ছাত্র যুব নেতা শাশ্বত মুখার্জী, খড়গ্রাম পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ সুপ্রিয় ঘোষ,খড়গ্রাম পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ আবুল হাসনাত,কীর্তিপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান, খড়গ্রাম ব্লক দক্ষিণ তৃণমূল কংগ্রেস সভাপতি সমরেন্দ্র নাথ সাহা, খড়গ্রাম পঞ্চায়েত সমিতির সদস্য ও কর্মাধ্যক্ষ,কীর্তিপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ও সদস্যরা,কীর্তিপুর গ্রামের পঞ্চায়েত সদস্য এছাড়াও অন্যান্য নেতৃত্ব।বছর ঘুরলে বিধানসভা নির্বাচন রয়েছে। ওয়াকিবহাল মহল মনে করছে, গ্রামীণ ভোটব্যাঙ্ক রাজ্যের শাসক দলের অনুকূলে রাখতেই তড়িঘড়ি এই প্রকল্পের পরিকল্পনা।