জেলা

মুর্শিদাবাদের ডোমকল সুপার স্পেশালিস্ট হাসপাতালে প্রসূতি মহিলার মৃত্যু, প্রসূতির পরিবারের বিরুদ্ধে হাসপাতাল ভাঙচুরের অভিযোগ

রাজেন্দ্র নাথ দত্ত :মুর্শিদাবাদ: সোমবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ রোগীর মৃত্যুকে ঘিরে ডোমকল সুপার স্পেশালিস্ট হাসপাতালে ভাঙচুরের অভিযোগ রোগীর আত্মীয়দের বিরুদ্ধে।

খবর পেয়ে ঘটনাস্থলে ডোমকল থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ও পরিবারের পাঁচজনকে আটক করেন বলে সূত্রের খবর।মৃতার প্রসূতির নাম রোজিনা বিবি(২৮)স্বামীর নাম আনারুল সেখ ডোমকল থানার জোড়গাছা গ্রামে।প্রসূতির মৃত্যু কেন্দ্র করে ডোমকল সুপারস্পেশালিটি হাসপাতালে ভাঙচুর এলাকায় চাঞ্চল্য খবর পেয়ে ঘটনাস্থলে যায় ডোমকল থানার পুলিশ।সূত্রের খবর সোমবার ভোরে ভর্তি হতে গেলে রোগীর অবস্থা অবনতি দেখে স্থানান্তর করা হয় বহরমপুর মেডিকেল কলেজ হাসপাতালে এবং রাস্তায় মৃত্যু হয় প্রসূতির।

Loading

Leave a Reply