রবিবার রাতে এক নাবালককে গুলি করার অভিযোগ উঠল বেশ কয়েকজন দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মুর্শিদাবাদের লালবাগ থানার দৌলতাবাদ এলাকায়। গুলিবিদ্ধ অবস্থায় নাবালক সৌরভ সেন স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, এদিন রাতে সৌরভ তার কাকা পেশায় সোনার ব্যবসায়ী সাথে বাইকে করে বাড়ি ফিরছিলেন। সেই সময় ফাঁকা জায়গায় দুষ্কৃতীরা তাদের পথ আটকানোর চেষ্টা করে। পরে কোনওক্রমে দুষ্কৃতীদের হাত থেকে বাঁচতে বাইক নিয়ে জোর করে বেরিয়ে আসছিলেন তারা। সেই সময় তাদের লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। গুলিবিদ্ধ হন বাইকের পিছনে থাকা নাবালক সৌরভ সেন। ঘটনার কথা জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়। ঘটনার তদন্তে নেমেছে লালবাগ থানার পুলিশ।